ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রোনাল্ডিনহো যেখানে এগিয়ে...

প্রকাশিত: ০৬:৪২, ২৬ ডিসেম্বর ২০১৭

রোনাল্ডিনহো যেখানে এগিয়ে...

স্পোর্টস রিপোর্টার ॥ সান্তিয়াগো বার্নাব্যু আরেকবার হতচকিত হয়েছে রবিবার। তাদের দুঃখের নাম বার্সিলোনা। চিরশত্রু এই ক্লাবটি ঘরের ক্লাব রিয়াল মাদ্রিদকে এই মাঠেই ৩-০ গোলে বিধস্ত করেছে। আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি পেনাল্টিতে একটি গোল করেই ক্ষান্ত হননি, শেষ গোলটি করিয়েছেন যা সবধরনের টুর্নামেন্টে তার ২০০তম এ্যাসিস্ট ছিল। সে জন্যই হয়তো মেসিকে সান্তিয়াগো বার্নাব্যুর দর্শকরা কোনভাবেই সহজভাবে গ্রহণ করতে পারেন না। তবে এই মাঠেই সাবেক ব্রাজিলিয়ান তারকা রোনাল্ডিনহো বেশ জনপ্রিয়। বার্সিলোনার হয়ে যখন খেলেছেন তখনও দর্শকপ্রিয়তা লাভ করেছিলেন তিনি। এখানেই মেসির চেয়ে এগিয়ে এ ব্রাজিলিয়ান। রবিবার যখন বার্সা ৩-০ গোলের জয় তুলে নিল তখন সান্তিয়াগো বার্নাব্যুতে কোন শান্তি ছিল না, ছিল পিনপতন নীরবতা এবং শান্ত পরিবেশ। কিন্তু ২০০৫ সালের নবেম্বরে উল্টোটাই ঘটেছিল। সেবারও বার্সা এই মাঠে স্বাগতিক রিয়ালকে ৩-০ গোলে বিধ্বস্ত করেছিল। আর কাতালানদের হয়ে দুটি গোল করেছিলেন ব্রাজিলিয়ান তারকা রোনাল্ডিনহো। সেটি ছিল তার তৃতীয়বারের মতো বার্নাব্যুতে যাওয়া এবং এর মধ্যে দুটিতেই জয় কুড়িয়ে এনেছিলেন। রিয়ালের এ বিখ্যাত ঘরের মাঠে প্রথমবার গিয়ে ২-১ গোলের যে বিজয় এনে দিয়েছিলেন বার্সাকে সেখানে জাভিকে একটি গোলে দুর্দান্ত এ্যাসিস্ট করেছিলেন রোনাল্ডিনহো। তার সেই অবিস্মরণীয় ও দুর্দান্ত নৈপুণ্যটা এখনও সান্তিয়াগোর দর্শকদের চোখে ভাসে। ওই দুটি ম্যাচেই রোনাল্ডিনহোকে সান্তিয়াগোর দর্শকরা অভিনন্দিত করেছিলেন। করতালিও পেয়েছেন। রবিবার মেসি দলকে জেতানোর পর অভিনব কিছু উদযাপন দেখিয়েছেন। কিন্তু কেউ তাকে উৎসাহ দেয়নি বিন্দুমাত্র, যেন দর্শকে ঠাসা স্টেডিয়াম হয়ে গিয়েছিল শ্মশান। ১৯৮০’র দশকে এই মাঠে খেলেছেন আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। সে সময় তাকেও মাদ্রিদের দর্শকরা অভ্যর্থনা, অভিনন্দন এবং প্রশংসা জ্ঞাপন করেছেন।
×