ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নতুন বছরে ভারতের প্রবৃদ্ধি ৭ শতাংশ হতে পারে

প্রকাশিত: ০৬:৩১, ২৬ ডিসেম্বর ২০১৭

নতুন বছরে ভারতের প্রবৃদ্ধি ৭ শতাংশ হতে পারে

আগামী ২০১৮ সালের সেপ্টেম্বরের মধ্যে দেশের আর্থিক বৃদ্ধি ৭ শতাংশ ছুঁতে পারে বলে ইঙ্গিত দিল বণিকসভা এ্যাসোচ্যাম। ২০১৯ সালের লোকসভা ভোটের দিকে তাকিয়ে আসন্ন বাজেটে কৃষি ক্ষেত্র সংস্কার ও শিল্পে কর্মসংস্থানের দিকে বাড়তি নজর দেয়ার জেরেই এটা সম্ভব হবে বলে পূর্বাভাস দিয়েছে তারা। উল্লেখ্য, চলতি অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে বৃদ্ধি ৬.৩ শতাংশ ছুঁয়েছে। নতুন বছরে অর্থনীতি কোন পথে এগোবে, তা নিয়ে এ্যাসোচ্যামের সমীক্ষা ‘ইয়ার এ্যাহেড আউটলুকে’ আরও জানানো হয়েছে, নতুন বছরের দ্বিতীয় ভাগে মূল্যবৃদ্ধি ৪ থেকে ৫.৫ শতাংশের মধ্যে বেধে রাখা সম্ভব হবে। তবে তারা ধরে নিয়েছে, বর্ষা ভাল হবে, শিল্পে লগ্নি বাড়বে, ঋণের চাহিদা উর্র্ধমুখী হবে ও বিদেশী মুদ্রার বিনিময় হার স্থিতিশীল থাকবে। ভোটের ঠিক আগের বছরে কৃষির দিকেই বাজেটের পাল্লা ভারী হবে বলে সমীক্ষায় জানিয়েছে এ্যাসোচ্যাম। পাশাপাশি, শিল্পে সেই সব ক্ষেত্রে জোর দেয়া হবে, যেগুলোতে কর্মসংস্থান বাড়ার সুযোগ বেশি। -অর্থনৈতিক রিপোর্টার
×