ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আইএফআইএলের অগ্রযাত্রার ১৭ বছর

প্রকাশিত: ০৬:৩০, ২৬ ডিসেম্বর ২০১৭

আইএফআইএলের অগ্রযাত্রার ১৭ বছর

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশ ব্যাংকের অনুমোদনক্রমে ইসলামিক ফাইন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড (আইএফআইএল) বাংলাদেশের ৩৪টি অ-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে সর্বপ্রথম শরীয়াহ্ভিত্তিক আর্থিক প্রতিষ্ঠানের গৌরব নিয়ে ২০০১ সালের ১২ এপ্রিল পথচলা শুরু করে। এরপর থেকে আইএফআইএলের ব্যবসায়িক কার্যপরিধি বিস্তৃতে কাঙ্খিত লক্ষ্যপথে এগিয়ে চলছে। সে সুবাদে বলা যায় দেশের আর্থিক খাতে আইএফআইএল উল্লেখ্যযোগ্য ভূমিকা রেখে চলেছে। প্রত্যেক অর্থবছরে আইএফআইএল-এর পরিচালক, উদ্যোক্তা এবং শেয়ারহোল্ডারদের মধ্যে উল্লেখযোগ্য হারে ডিভিডেন্ড বিতরণ করছে। এসএমই খাতে ব্যবসায়িক সাফল্যের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ ব্যাংক ও এসএমই ফাউন্ডেশনের পক্ষ থেকে ‘বর্ষসেরা উৎপাদনশীল খাত উদ্যোক্তাবান্ধব অ-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান’ ‘এসএমই ব্যাংকিং পুরস্কার-২০১৪’ লাভ করে সর্বমহলের যেমন ব্যাপক আস্থা অর্জন করেছে তেমনি কুড়িয়েছে ভূয়সি প্রশংসা। আইএফআইএলে মুদারাবা পদ্ধতিতে আমানত সঞ্চয় করে সুদবিহীন মুনাফা লাভ করে উপকৃত হচ্ছে।
×