ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বাণিজ্যমেলার প্রবেশ মুখে পদ্মা সেতু!

প্রকাশিত: ০৬:২৮, ২৬ ডিসেম্বর ২০১৭

বাণিজ্যমেলার প্রবেশ মুখে পদ্মা সেতু!

অর্থনৈতিক রিপোর্টার ॥ এবার যে কোন ক্রেতা-দর্শনার্থীদের বাণিজ্যমেলায় গিয়ে একবার অন্তত নিজেদের অর্থায়নে দেশের সবচেয়ে ব্যয়বহুল পদ্মা সেতুর কথা মনে পড়বে! কেননা, বাণিজ্যমেলার প্রবেশ গেটেই নির্মাণ করা হচ্ছে এই সেতুটি! আয়োজকরা বলছেন, ঐতিহ্য, উন্নয়ন ও আধুনিকতার সমন্বয় ঘটাতে এবার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার মূল ফটক তৈরি হচ্ছে পদ্মা সেতুর আদলে। আসছে নতুন বছরের প্রথম দিন থেকেই শুরু হবে ‘২২তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা-২০১৮’ (ডিআইটিএফ)। দেশের বাণিজ্য প্রসারে মাসব্যাপী এ আয়োজনে প্রতিবছরই সমাগম ঘটে দেশী-বিদেশী ক্রেতা-বিক্রেতাদের। বাণিজ্য মন্ত্রণালয় ও রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) যৌথ আয়োজনে প্রতি বছরের মতো এবারের মেলাও সফলভাব সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে আয়োজক কর্তৃপক্ষ। মেলা প্রাঙ্গণে নিরাপত্তা বেস্টনির মধ্যে চলছে স্টল, নিরাপত্তা টাওয়ার, ফোয়ারা, পার্ক, ফুড পার্ক, সড়ক মেরামতসহ বাণিজ্যমেলার প্রধান ফটক তৈরির কাজ। এ নিয়ে ব্যস্ত সময় পার করছেন নির্মাণ শ্রমিক ও কলাকৌশলীরা। আয়োজক সূত্র জানিয়েছে, এবারের মেলায় থাকবে ডিজিটাল এক্সপেরিয়েন্স সেন্টার। এর মাধ্যমে মেলায় অবস্থিত স্টল ও প্যাভিলিয়নের অবস্থান জানা যাবে। ফলে দর্শনার্থীরা সহজেই কাক্সিক্ষত স্টলে যেতে পারবেন। এছাড়া নির্দিষ্ট এ্যাপসের মাধ্যমে জানা যাবে মেলার হালনাগাদ অবস্থা। অনলাইনে দেশের যে কোন প্রান্ত অথবা বিদেশ থেকেও সব ধরনের তথ্য পাওয়া যাবে। তারা আরও জানান, এবারের বাণিজ্যমেলায় বঙ্গবন্ধু প্যাভিলিয়নের আকার গতবারের চাইতে দ্বিগুণ করা হচ্ছে। দেশের প্রথিতযশা চিত্রশিল্পীদের বঙ্গবন্ধুর ওপর আঁকা ২৬টি চিত্রকর্ম থাকবে ওই প্যাভিলিয়নে। থাকছে সুন্দরবনের আদলে মিনি সুন্দরবনও। এদিকে এবারের মেলার প্রবেশ মুখে পদ্মা সেতুর আদলে গেট নির্মাণ করা হয়েছে। আয়োজকরা বলছেন, ঐতিহ্য, উন্নয়ন ও আধুনিকতার সমন্বয় ঘটাতে এবার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার মূল ফটক তৈরি হচ্ছে পদ্মা সেতুর আদলে। একই সঙ্গে এই ফটকে উঠে আসবে ঢাকার ঐতিহ্য ঢাকা গেটের অবয়বও। আর তথ্য প্রযুক্তিকে অগ্রাধিকার দিয়ে মেলায় তৈরি হচ্ছে ডিজিটাল এক্সপেরিয়েন্স সেন্টার। দর্শনার্থীরা এর মাধ্যমে স্টল ও প্যাভিলিয়নের অবস্থান জানতে পারবে। এছাড়া নির্দিষ্ট এ্যাপের মাধ্যমে মেলার হালনাগাদ তথ্যও জানা যাবে।
×