ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ন্যাশনাল টিউবের লভ্যাংশ অনুমোদন

প্রকাশিত: ০৬:২৭, ২৬ ডিসেম্বর ২০১৭

ন্যাশনাল টিউবের লভ্যাংশ অনুমোদন

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ন্যাশনাল টিউব লিমেটেডের ৩৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) কোম্পানির কারখানা প্রাঙ্গণ গাজীপুরে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মোঃ ইমতিয়াজ হোসেন চৌধুরী। সভায় কোম্পানির চেয়ারম্যান ২০১৬-২০১৭ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন ও নিরীক্ষিত হিসাব বিবরণী আলোচনা ও কোম্পানির কার্যক্রমের ওপর বক্তব্য প্রদান করেন। সভায় বিপুলসংখ্যক শেয়ারহোল্ডার যোগদান করেন। ২০১৬-২০১৭ অর্থবছরে কোম্পানির ঘোষিত ১০ শতাংশ বোনাস লভ্যাংশ শেয়ারহোল্ডারবৃন্দরা অনুমোদন করেন। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ সাইদুর রহমান তার স্বাগত ভাষণের মাধ্যমে কোম্পানির সার্বিক কার্যক্রম ও ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণী প্রদান করেন। সভায় আরও উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক মোঃ শহীদ বখতিয়ার আলম, মোঃ মোস্তফা কামাল, এ্যাডভোকেট খিজির হায়াত, মোঃ মজিবুর রহমান খান, সাইফুল ইসলাম, পীরজাদা তোরাব হোসেন, মিসেস উম্মে কুলসুম, প্রকৌশলী মোঃ সাইদুর রহমান এবং কোম্পানির সচিব মোঃ সফিকুল ইসলাম।
×