ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আইটিসিরি ঋণমাণ এ+

প্রকাশিত: ০৬:২৭, ২৬ ডিসেম্বর ২০১৭

আইটিসিরি ঋণমাণ এ+

অর্থনৈতিক রিপোর্টার ॥ ইনফরমেশন টেকনোলজি কনসালটেন্ট লিমিটেডর (আইটিসি) ঋণমান অবস্থান (ক্রেডিট রেটিং) নির্ণয় করেছে ঋণমান নির্ণয়কারী প্রতিষ্ঠান ক্রেডিট রেটিং এ্যাজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)। কোম্পানিটি রেটিং পেয়েছে ‘এ+’ ৩০ জুন ২০১৭ পর্যন্ত সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত প্রতিবেদন ও ২০১৭ সালের ১৪ ডিসেম্বর পর্যন্ত প্রতিবেদনের আলোকে এ রেটিং সম্পন্ন হয়েছে। উল্লেখ্য, ২০১৭ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ছয় শতাংশ নগদ ও চার শতাংশ বোনাসসহ মোট ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে, যা আগের বছর ছিল ১৫ শতাংশ বোনাস। ওই সময় শেয়ারপ্রতি আয় (ইপিএস) করেছে এক টাকা চার পয়সা ও শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) ১৬ টাকা ২২ পয়সা। এটি আগের বছর একই সময় ছিল যথাক্রমে ৯৩ পয়সা ও ১৮ টাকা ২৪ পয়সা। ওই সময় কর-পরবর্তী মুনাফা করেছে ১০ কোটি ৩৭ লাখ ৫০ হাজার টাকা, যা আগের বছর ছিল সাত কোটি ৫৮ লাখ ৪০ হাজার টাকা। ২০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ১০৪ কোটি পাঁচ লাখ ২০ হাজার টাকা। রিজার্ভের পরিমাণ ২৮ কোটি ৮১ লাখ টাকা। কোম্পানিটির ১০ কোটি ৪০ লাখ ৫২ হাজার শেয়ার রয়েছে। মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের ৫১ দশমিক শূন্য ৯ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক ২২ দশমিক ১৮ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীর কাছে রয়েছে ২৬ দশমিক ৭৩ শতাংশ শেয়ার।
×