ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মেশিনারিজ স্থাপনের জন্য উৎপাদন কমাবে ইয়াকিন পলিমার

প্রকাশিত: ০৬:২৭, ২৬ ডিসেম্বর ২০১৭

মেশিনারিজ স্থাপনের জন্য উৎপাদন কমাবে ইয়াকিন পলিমার

অর্থনৈতিক রিপোর্টার ॥ নতুন মেশিনারিজ স্থাপনের জন্য ২ মাস উৎপাদন কমাবে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইয়াকিন পলিমার লিমিটেড। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে। সূত্র অনুযায়ী, কোম্পানির নতুন মেশিনারিজ স্থাপন এবং নিরবচ্ছিন্ন বিদ্যুত সংযোগের জন্য লেআউট প্লান পরিবর্তন করা হবে। নতুন লেআউট প্লানে মেশিনারিজ স্থাপনের জন্য প্রায় ২ মাস সময় লাগবে। আজ মঙ্গলবার থেকে এই কাজ শুরু হবে। যা চলবে আগামী ২৫ ফেব্রুয়ারি, ২০১৮ পর্যন্ত। তবে জানুয়ারির শুরু থেকে মেশিনারিজ স্থাপনের কাজ শুরু করবেন বিদেশী বিশেষজ্ঞরা। কোম্পানি বলছে, আলোচ্যসময়ে উৎপাদন ক্ষমতার একটা বড় অংশ বন্ধ থাকবে। এই ২ মাসে কোম্পানির মোট উৎপাদন ক্ষমতার মাত্র ২৫ ভাগ উৎপাদন চালু থাকবে। বি ক্যাটাগরির কোম্পানিটি ২০১৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানির মোট শেয়ারের মধ্যে বর্তমান পরিচালকদের কাছে রয়েছে ৩০.৫২ শতাংশ শেয়ার। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৬.১৯ শতাংশ শেয়ার। আর সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৫৩.২৯ শতাংশ শেয়ার।
×