ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বিবিধ খাতের ৫ কোম্পানির লভ্যাংশ কমেছে

প্রকাশিত: ০৬:২৬, ২৬ ডিসেম্বর ২০১৭

বিবিধ খাতের ৫ কোম্পানির লভ্যাংশ কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে বিবিধ খাতে মোট ১২টি কোম্পানি তালিকাভুক্ত রয়েছে। এর মধ্যে সমাপ্ত হিসাব বছরে ৫ কোম্পানির লভ্যাংশ কমেছে। ৫ কোম্পানির অপরিবর্তিত রয়েছে। ১ কোম্পানির বেড়েছে। আর এক কোম্পানি ডিসেম্বর ক্লোজিং। কোম্পানিগুলোর ৩০ জুন, ২০১৭ সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ পর্যালোচনা করলে এ তথ্য পাওয়া যায়। ডিএসইর তথ্য অনুযায়ী, অ্যারামিট ২০১৭ সমাপ্ত হিসাব বছরে ৪৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আগের বছর কোম্পানিটি ৭০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। এই হিসাবে কোম্পানিটির ৩৫ শতাংশ লভ্যাংশ কমেছে। বেক্সিমকো ॥ বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) আলোচ্য বছরে ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস। আগের বছর কোম্পানিটি ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল। জিকিউ বলপেন ॥ আলোচ্য বছরে জিকিউ বলপেন ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আগের বছর একই সময় কোম্পানিটি সাড়ে ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ॥ আলোচ্য বছরে কোম্পানিটি ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। আগের বছর কোম্পানিটি ১১ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল। ন্যাশনাল ফিড ॥ আলোচ্য বছরে কোম্পানিটি ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। আগের বছরে কোম্পানিটি ১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। এদিকে লভ্যাংশ অপরিবর্তিত রয়েছে ৫ কোম্পানির। কোম্পানিগুলো হচ্ছে- আমান ফিড, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, মিরাকল ইন্ডাস্ট্রিজ, সাভার রিফ্যাক্টরিজ ও উসমানিয়া গ্লাস শিট। আর লভ্যাংশ বেড়েছে সিনোবাংলা ইন্ডাস্ট্রিজের। কোম্পানিটি আলোচ্য বছরে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
×