ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নওগাঁয় চাল সরবরাহে ৩৭৮ মিলমালিকের সঙ্গে চুক্তি

প্রকাশিত: ০৬:২৩, ২৬ ডিসেম্বর ২০১৭

নওগাঁয় চাল সরবরাহে ৩৭৮ মিলমালিকের সঙ্গে চুক্তি

বিশ্বজিৎ মনি, নওগাঁ ॥ চলতি আমন মৌসুমে নওগাঁ জেলার ১৯টি সরকারী খাদ্যগুদামে প্রতি কেজি ৩৯ টাকা দরে ১১ হাজার ২৮৯ মেঃ টন চাল সরবরাহ করতে ৩৭৮ জন মিল মালিক চুক্তিবদ্ধ হয়েছেন। এর মধ্যে ৩৬১টি হাস্কিং ও ১৭টি অটো রাইস মিল রয়েছে। গত ৬ ডিসেম্বর থেকে জেলার ১১ উপজেলায় সরকারীভাবে চাল সংগ্রহ অভিযান শুরু হয়। রবিবার পর্যন্ত জেলায় ৪ হাজার মেঃ টন চাল সংগ্রহ হয়েছে বলে জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আব্দুস সালাম নিশ্চিত করেছেন। এর মধ্যে নওগাঁ সদর খাদ্য গুদামে আমন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৩ হাজার ৯৩ মেঃ টন। রবিবার পর্যন্ত সংগ্রহ হয়েছে ১ হাজার ৭ মেঃ টন বলে সদরের ওসিএলএসডি মোঃ আব্দুর কাইয়ুম জানিয়েছেন। জানা গেছে, গত বোরো মৌসুমে নওগাঁ জেলায় সংগ্রহ অভিযান মুখ থুবড়ে পড়ে। খুচরা বাজারে চালের দাম বেশি হওয়ায় মিলরা চাল সরবরাহ করতে পারেনি। গত বোরো মৌসুমে নওগাঁ জেলায় চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল ৪৩ হাজার ৭৭০ মেঃ টন। এর মধ্যে ৪২ হাজার ২৫০ মেঃ টন সিদ্ধ চাল ও ১ হাজার ৫২০ মেঃ টন আতব চাল। সেখানে সংগ্রহ হয়েছে মাত্র ১১ হাজার ৭ মেঃ টন সিদ্ধ চাল ও ১১৪ মেঃ টন আতব চাল। জেলা খাদ্য নিয়ন্ত্রকের অফিস সূত্র জানায়, গেল বোরো মৌসুমে নওগাঁ জেলার ১ হাজার ১২৫ জন মিল মালিকের মধ্যে চুক্তিবদ্ধ হয়েছিলেন মাত্র ৩৭৮ জন মিল মালিক। অবশিষ্ট ৭৪৭ জন মিল মালিক চুক্তিবদ্ধ না হওয়ায় তাদের কালো তালিকাভুক্ত করে খাদ্য বিভাগ। এই কালো তালিকাভুক্ত ৭৪৭ জন মিল মালিক চলতি আমন মৌসুমে সরকারী গুদামে চাল সরবরাহ করতে পারছে না। এসব কালো তালিকাভুক্ত মিল মালিক আগামী চার মৌসুম সরকারী খাদ্যগুদামে কোন চাল সরবরাহ করতে পারবে না, ঠিক এমনই সিদ্ধান্ত দিয়েছে সংশ্লিষ্ট বিভাগ। এদিকে বর্তমানে নওগাঁ খুচরা বাজারে সিদ্ধ চাল সর্বনি¤œ ৪১ টাকা থেকে সর্বোচ্চ ৬৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সেখানে সরকার নির্ধারিত ৩৯ টাকা কেজি দরে গুদামে চাল সরবরাহ করতে মিল মালিকদের লোকসান গুনতে হচ্ছে। এমতাবস্থায় চলতি আমন মৌসুমেও সরকারের সংগ্রহ অভিযান কতটুকু সফল হবে, বিষয়টি নিয়ে উদ্বিগ্ন সংশ্লিষ্টরা।
×