ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বেনাপোল বন্দর দিয়ে এক সপ্তাহে ৬৪ হাজার যাত্রীর ভারত-বাংলাদেশ যাতায়াত

প্রকাশিত: ০৬:২৩, ২৬ ডিসেম্বর ২০১৭

বেনাপোল বন্দর দিয়ে এক সপ্তাহে ৬৪ হাজার যাত্রীর ভারত-বাংলাদেশ যাতায়াত

স্টাফ রিপোর্টার, বেনাপোল ॥ বেনাপোল বন্দর দিয়ে গত এক সপ্তাহে ভারত-রাংলাদেশে ৬৪ হাজার ১৩৩ জন যাত্রী যাতায়াত করেছে। শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা শেষ হওয়ায় ভ্রমণ ও ডাক্তার দেখানোর উদ্দেশে এই যাতায়াত বৃদ্ধি পেয়েছে বলে ধারণা সংশ্লিষ্টদের। এই এক সপ্তাহে প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে প্রায় ৯ হাজার যাত্রী বাংলাদেশ-ভারত যাতায়াত করেছে। এ সংখ্যা আরও বৃদ্ধি পাবে বলে একটি সূত্র জানিয়েছে। ডিসেম্বরের শেষ নাগাদ প্রতিদিন এ সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। বেনাপোল বন্দর সূত্র জানায়, দেশের বৃহত্তম স্থলবন্দর ও আন্তর্জাতিক চেকপোস্ট বেনাপোল ও ভারতের পশ্চিমবঙ্গের প্রধান নগরী কলকাতার দূরত্ব মাত্র ৮৪ কিলোমিটার। যার কারণে যোগাযোগ ব্যবস্থা ভাল হওয়ায় অল্প খরচে-স্বল্প সময়ে কলকাতাসহ ভারতের বিভিন্ন জায়গায় অনায়াসে যাওয়া যায়। অন্য সময়ে প্রতিদিন ৩ থেকে ৫ হাজার পাসপোর্ট যাত্রী বেনাপোল বন্দর দিয়ে ভারতে গমনাগমন করে থাকে। ছাত্র-ছাত্রীদের বার্ষিক পরীক্ষা শেষ হওয়ায় এ সংখ্যা বেড়েছে। এখন গড়ে প্রতিদিন প্রায় ৯ হাজার পাসপোর্ট যাত্রী বেনাপোল দিয়ে ভারত-বাংলাদেশ যাতায়াত করছেন। সূত্র আরও জানিয়েছে, গত ১৭ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত বেনাপোল চেকপোস্ট দিয়ে ৬৪ হাজার ১৩৩ জন পাসপোর্ট যাত্রী ভারত-বাংলাদেশ যাওয়া-আসা করেছেন। এ সময়ের মধ্যে ভারতে গেছেন ৩৬ হাজার ৯৭৬ জন। এর মাধ্যমে রাজস্ব আদায় হয়েছে প্রায় ১ কোটি ৬৬ লাখ ৪০ হাজার টাকা। আর ওই সময়ের মধ্যে ভারত থেকে ফিরেছেন ২৭ হাজার ১৫৭ জন। বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়া সাবিনা ইয়াসমিন জানান, ‘বাচ্চাদের পরীক্ষা শেষ তাই আত্মীয়ের বাড়ি বেড়ানো ও কেনাকাটা করতে কলকাতা যাচ্ছেন। বাচ্চাদের ভ্রমণ হলো আমরাও একটু বিশ্রাম পেলাম।’ কলকাতা থেকে ফিরে আসা পাবনার সুবোধ কুমার জানান, গত ১৭ ডিসেম্বর চিকিৎসার জন্য কলকাতায় গিয়েছিলেন। চিকিৎসা শেষে শনিবার সকালে দেশে ফেরেন। যাওয়ার সময় বেনাপোলে তেমন সমস্যা না হলেও ওপারে কাজে ধীরগতি ও ভিড়ের কারণে অনেক দুর্ভোগ পোহাতে হয়েছে। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন ওসি ওমর শরীফ জানান, প্রতি বছর ডিসেম্বরের মাঝামাঝি বাচ্চাদের পরীক্ষা শেষ হয়ে যায়। আর এ কারণেই অধিকাংশ যাত্রী আত্মীয় বাড়ি বেড়ানো, ভ্রমণ ও ডাক্তার দেখানোর জন্য ভারতে যান। এ পর্যন্ত গড়ে প্রায় ৯ হাজার পাসপোর্ট যাত্রী প্রতিদিন বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশ-ভারত যাতায়াত করছে। এজন্য এই সময়ে চেকপোস্টে বাড়তি চাপ থাকে। তবে যাত্রীরা যাতে দ্রুত সময়ের মধ্যে ইমিগ্রেশনের কাজ শেষ করতে পারেন, সেজন্য ইমিগ্রেশন চেকপোস্টে ডেস্কের সংখ্যা দ্বিগুণ করা হয়েছে। আগে পাসপোর্টের কাজ সম্পন্নের জন্য ৪টি করে মোট ৮টি ডেস্ক ছিল। এখন তা ৮টি করে মোট ১৬টি ডেস্ক করা হয়েছে। পাসপোর্ট যাত্রীদের সর্বোচ্চ সেবা দেয়ার চেষ্টা করছেন বলেও জানিয়েছেন ইমিগ্রেশন ওসি ওমর শরীফ।
×