ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সঞ্চিতি হ্রাসে সিটি ব্যাংকের মুনাফা

প্রকাশিত: ০৬:২৩, ২৬ ডিসেম্বর ২০১৭

সঞ্চিতি হ্রাসে সিটি ব্যাংকের মুনাফা

অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারবাজারে তালিকাভুক্ত সিটি ব্যাংকের চলতি বছরের ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর ২০১৭) পরিচালন মুনাফা কমেছে। তারপরেও ব্যাংকটির নিট মুনাফা বেড়েছে ১১ শতাংশ। এক্ষেত্রে প্রধান কারণ হিসেবে রয়েছে ব্যাংকটির ঋণের বিপরীতে সঞ্চিতিজনিত ৬৩ শতাংশ ব্যয় হ্রাস। ব্যাংকটির চলতি বছরের ৯ মাসের সমন্বিত আর্থিক হিসাব থেকে এ তথ্য পাওয়া গেছে। চলতি বছরের ৯ মাসে ঋণ ও অগ্রিমের বিপরীতে ব্যাংকটিতে সঞ্চিতিজনিত ব্যয় হয়েছে ৭৮ কোটি ৫৯ লাখ টাকা। যার পরিমাণ আগের বছরের একই সময়ে হয়েছিল ২১০ কোটি ৫৭ লাখ টাকা। অর্থাৎ সঞ্চিতিজনিত ব্যয় কমেছে ১৩১ কোটি ৯৮ লাখ টাকা বা ৬৩ শতাংশ। এ সময় ব্যাংকটির প্রদত্ত ঋণের বিপরীতে সুদজনিত আয় হয়েছে ১ হাজার ২২৯ কোটি ১৪ লাখ টাকা। যা আগের বছরের ৩ প্রান্তিকে হয়েছিল ১ হাজার ১৭৭ কোটি ৫ লাখ টাকা। যাতে সুদজনিত আয় বেড়েছে ৫২ কোটি ৯ লাখ টাকা বা ৪ শতাংশ। এদিকে চলতি বছরের ৯ মাসে বিনিয়োগের বিপরীতে ২৩১ কোটি ৫১ লাখ টাকা, কমিশন বাবদ ৫০৬ কোটি ৪২ লাখ টাকা ও অন্যান্য পরিচালন বাবদ ১৪৩ কোটি ৮৮ লাখ টাকা আয় হয়েছে। যাতে ব্যাংকটির মোট পরিচালন আয় হয়েছে ১ হাজার ১৪০ কোটি ১১ লাখ টাকা। তবে এর আগের বছরের ৯ মাসে মোট পরিচালন আয়ের পরিমাণ ছিল ১ হাজার ১৬৩ কোটি ৬১ লাখ টাকা। অর্থাৎ পরিচালন আয় বেড়েছে ২৩ কোটি ৫০ লাখ টাকা বা ২ শতাংশ। এদিকে ব্যাংকটির ৯ মাসে পরিচালন ব্যয় বৃদ্ধিতে আগের বছরের তুলনায় ব্যাংকটির পরিচালন মুনাফা কমেছে। এ বছর ৬৪৯ কোটি ৩৫ লাখ টাকার পরিচালন ব্যয় শেষে নিট পরিচালন মুনাফা হয়েছে ৪৯০ কোটি ৭৬ লাখ টাকা। আর আগের বছরে ৫৫১ কোটি ১২ লাখ টাকার পরিচালন ব্যয় শেষে নিট পরিচালন মুনাফা হয়েছিল ৬১২ কোটি ৪৯ লাখ টাকা। অর্থাৎ নিট পরিচালন মুনাফা কমেছে ১২১ কোটি ৭৩ লাখ টাকা বা ২০ শতাংশ। এরপরেও ব্যাংকটির নিট মুনাফা বেড়েছে। যার প্রধান কারণ সঞ্চিতিজনিত ব্যয় কমে যাওয়া। ব্যাংকটির মোট ৯৫ কোটি ৩৮ লাখ টাকার সঞ্চিতি শেষে করপূর্ব মুনাফা হয় ৩৯৫ কোটি ৩৮ লাখ টাকা। আর ১২৫ কোটি ১৬ লাখ টাকার কর সঞ্চিতির পরে নিট মুনাফা হয়েছে ২৭০ কোটি ২২ লাখ টাকা। যা শেয়ার প্রতি হিসাবে ৩.০৯ টাকা। অপরদিকে আগের বছরের ৯ মাসে নিট মুনাফা হয়েছিল ২৪৩ কোটি ৮০ লাখ টাকা বা শেয়ার প্রতি ২.৭৮ টাকা। এ হিসাবে চলতি বছরের ৯ মাসে মুনাফা বেড়েছে ২৬ কোটি ৪২ লাখ টাকা বা ১১ শতাংশ। ৮৭৫ কোটি ৮০ লাখ টাকার পরিশোধিত মূলধনের সিটি ব্যাংকে ৩ হাজার ১০ কোটি ৭১ লাখ টাকার নিট সম্পদ রয়েছে। উল্লেখ্য, সোমবার সিটি ব্যাংকের শেয়ার দর দাঁড়িয়েছে ৫২.৭০ টাকায়।
×