ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রাজশাহী সীমান্তে আটক ৩ বিএসএফ সদস্যকে পতাকা বৈঠকের পর ফেরত

প্রকাশিত: ০৬:২০, ২৬ ডিসেম্বর ২০১৭

রাজশাহী সীমান্তে আটক ৩ বিএসএফ সদস্যকে পতাকা বৈঠকের পর ফেরত

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ করায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) তিন সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার ভোররাতে শহরের ওপারে হাজিরবাথান এলাকা থেকে চর মাঝারদিয়াড় সীমান্ত ফাঁড়ির সদস্যরা তাদের আটক করে। আটক বিএসএফ জওয়ানরা হলেনÑ এসআই হরনাথ সিং এবং কনস্টেবল রাখেস কুমার ও সন্তোষ কুমার। তারা ভারতের হাড়ুডাঙা ক্যাম্পে কর্মরত। বাংলাদেশে আটকের পর তাদের চর মাঝাড়দিয়াড় সীমান্ত ফাঁড়িতেই রাখা হয়। সেখানকার সুবেদার আবু তালেব এ তথ্য নিশ্চিত করেছেন। তবে পতাকা বৈঠকের পর তাদের ফেরত দেয়া হয়েছে। সুবেদার আবু তালেব জানান, আটক বিএসএফ জওয়ানদের কাছ থেকে অস্ত্র, গুলি, হাতবোমা, লাইট ও সিগন্যাল সেট জব্দ করা হয়। সুবেদার আবু তালেব জানান হাজিরবাথান সীমান্ত এলাকায় ভারতের কাঁটাতারের বেড়া নেই। তাই সেখান দিয়ে গরু আনেন বাংলাদেশের ব্যবসায়ীরা। সোমবার ভোররাতে বিএসএফ সদস্যরা গরু ব্যবসায়ীদের ধাওয়া দিতে দিতে জিরোলাইন থেকে বাংলাদেশের ভেতরে প্রায় এক কিলোমিটার ঢুকে পড়েন।
×