ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শিক্ষামন্ত্রীর বক্তব্যের ব্যাখ্যা

প্রকাশিত: ০৬:২০, ২৬ ডিসেম্বর ২০১৭

শিক্ষামন্ত্রীর বক্তব্যের ব্যাখ্যা

স্টাফ রিপোর্টার ॥ বিভিন্ন গণমাধ্যমে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের ‘সহনশীল মাত্রায় ঘুষ খাওয়ার পরামর্শ’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের ব্যাখ্যা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয় বলেছে, অতীত বিষয়ক বক্তব্য বা তুলনাকে বর্তমানের কথা ধরে নিয়ে সংবাদ পরিবেশন করা হয়েছে, যা দুঃখজনক, বিভ্রান্তিকর ও শিক্ষামন্ত্রীর মূল বক্তব্যের বিপরীত এবং শিক্ষা মন্ত্রণালয়ের বর্তমান নীতির পরিপন্থী। শিক্ষা মন্ত্রণালয় মনে করে প্রকাশিত সংবাদে ভুল বোঝাবুঝির অবকাশ রয়েছে। সোমবার গণমাধ্যমে পাঠানো শিক্ষা মন্ত্রণালয়ের ব্যাখ্যায় বলা হয়েছে, ২৫ ডিসেম্বর দৈনিক মানবজমিন, বাংলাদেশ প্রতিদিন ও আমাদের সময়ে যথাক্রমে ‘খালি অফিসাররা চোর না’, ‘সহনশীল হয়ে ঘুষ খাবেন’ এবং ‘সহনশীল মাত্রায় ঘুষ খাওয়ার পরামর্শ’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। কয়েকটি অনলাইন গণমাধ্যমেও এ বিষয়ে সংবাদ প্রকাশিত হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় মনে করে প্রকাশিত সংবাদে ভুল বোঝাবুঝির অবকাশ রয়েছে। আগের মেয়াদে আওয়ামী লীগ ক্ষমতা নেয়ার পর শিক্ষা প্রকৌশল বিভাগ এবং ডিআইএ’র কি অবস্থা ছিল তাই বক্তব্যে বর্ণনা করেছেন মন্ত্রী।
×