ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মির্জাপুরে প্রবাসীর বাড়িতে অগ্নিসংযোগ

প্রকাশিত: ০৪:০৪, ২৬ ডিসেম্বর ২০১৭

মির্জাপুরে প্রবাসীর বাড়িতে অগ্নিসংযোগ

নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর, ২৫ ডিসেম্বর ॥ মির্জাপুরে সংখ্যালঘু এক প্রবাসীর বসতবাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার রাতে উপজেলার তরফপুর ইউনিয়নের রামপুর ঘোষপাড়ায় এ ঘটনা ঘটে। এদিকে রাতের আঁধারে বসতবাড়ি পুড়িয়ে দেয়ার ঘটনায় ওই এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলে জানা গেছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, রামপুর গ্রামের সুমন ঘোষ ও তার বড় ভাই বীরেন ঘোষ দীর্ঘদিন যাবত কাতার এবং আলজেরিয়ায় চাকরি করেন। সুমনের স্ত্রী পাপিয়া রানী ঘোষ ও বীরেনের স্ত্রী ঝুনু ঘোষ ঘরে তালা লাগিয়ে বাপের বাড়ি যান। রবিবার গভীর রাতে দুর্বৃত্তরা সুমন ঘোষের বসতঘরের তালা ভেঙে মালামাল লুট শেষে ঘরে আগুন লাগিয়ে দেয়। প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নেভান। খবর পেয়ে তারা বাড়িতে আসেন। সুমন ঘোষের স্ত্রী পাপিয়া ঘোষ বলেন, ঘরে চোর আসলে তারা শুধু মালামাল নিয়ে চলে যাবে। ঘরে আগুন লাগাবে কেন? এটি ষড়যন্ত্রমূলক এবং মালামাল লুট শেষে পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে বলে তিনি জানান। বসতঘরসহ তার দশ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে তিনি উল্লেখ করেন। দৌলতপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০ নিজস্ব সংবাদদাতা, দৌলতপুর, কুষ্টিয়া, ২৫ ডিসেম্বর ॥ দৌলতপুরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন পাকুড়িয়া দহপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, বিদ্যুতের লাইন পরিষ্কার রাখার জন্য মাঝেমধ্যে গাছের ডাল ও বাঁশ কাটা হয়। দুপুরে পাকুড়িয়া দহপাড়া গ্রামে বিদ্যুতের লাইনের ওপর নুইয়ে পড়া বাঁশ কেটে পরিষ্কার করা হয়। কেটে ফেলা বাঁশের মাথা নিয়ে বিকেলে নাটক ও বিল্লালের মধ্যে বাগবিত-া হয়। এক পর্যায়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে একে অপরের ওপর হামলা, মারপিট ও সংঘর্ষে লিপ্ত হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
×