ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

উন্নয়নে ছাত্রীদেরও দৃশ্যমান অবদান রাখতে হবে ॥ চবি উপাচার্য

প্রকাশিত: ০৪:০৪, ২৬ ডিসেম্বর ২০১৭

উন্নয়নে ছাত্রীদেরও দৃশ্যমান অবদান রাখতে হবে ॥ চবি উপাচার্য

চবি সংবাদদাতা ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আধুনিক ও বিজ্ঞানমনস্ক মানবসম্পদ সৃষ্টিতে শিক্ষা-সংস্কৃতি ও ক্রীড়াকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেশে যে শিক্ষানীতি আমাদের উপহার দিয়েছেন তারই আলোকে আমাদের ছাত্রীদেরও আধুনিক ধ্যান-ধারণায় সমৃদ্ধ হয়ে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। ছাত্রীদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ, লালন ও চর্চার মাধ্যমে আমাদের মহান মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে দৃশ্যমান অবদান রাখতে হবে। সোমবার চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের প্রীতিলতা হলের বিদায় ও বরণ অনুষ্ঠানে কথাগুলো বলেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী । এসময় তিনি প্রধানমন্ত্রীর স্বর্ণপদক প্রাপ্ত দুই শিক্ষার্থী লোকপ্রশাসন বিভাগের সুস্মিতা আচার্য ও পরিসংখ্যান বিভাগের দীপা রানী দাসকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চ.বি. জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ কামরুল হুদা। প্রীতিলতা হলের প্রভোস্ট প্রফেসর ড. শান্তি রানী হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বেগম খালেদা জিয়া হলের প্রভোস্ট প্রফেসর ড. মোঃ আবুল কাসেম, সমাজতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক পারভীন সুলতানা ও হলের সিনিয়র আবাসিক শিক্ষক আনন্দ বিকাশ চাকমা।
×