ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নওগাঁয় চাঞ্চল্যকর মিনি চৌধুরী খুনের দুই আসামি গ্রেফতার

প্রকাশিত: ০৪:০৩, ২৬ ডিসেম্বর ২০১৭

নওগাঁয় চাঞ্চল্যকর মিনি চৌধুরী খুনের দুই আসামি গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২৫ ডিসেম্বর ॥ শহরের পোস্ট অফিস পাড়ার জাপা নেতা ও রানীনগর উপজেলার সাবেক চেয়ারম্যান প্রয়াত কেসি মশিউর আলম বাচ্চু চৌধুরীর স্ত্রী চাঞ্চল্যকর জেবুননেছা ওরফে মিনি চৌধুরী খুনের রহস্য উদ্ঘাটন হয়েছে। ঘটনার মূল দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো বগুড়া জেলার আদমদীঘি উপজেলাধীন অন্তাহার গ্রামের ফিরোজের পুত্র চঞ্চল এবং একই গ্রামের মৃত আব্দুস সালামের পুত্র সোহাগ। মামলার তদন্তকারী অফিসার ইন্সপেক্টর ফায়সাল বিন আহসান সঙ্গীয় ফোর্সসহ রবিবার ভোরে তাদের নিজ এলাকা থেকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা ওইদিন আদালতে ১৬৪ ধারায় দেয়া জবানবন্দীতে এই নৃশংস হত্যাকা-ের দায় স্বীকার করেছে। পুলিশ জানায়, টাকা পয়সার লোভ থেকেই এই হত্যাকা- ঘটানো হয়েছে। গ্রেফতারকৃত চঞ্চল একজন রংমিস্ত্রি। সে অন্য মিস্ত্রিদের সঙ্গে রানীনগরের সাবেক উপজেলা চেয়ারম্যান কে সি মশিউর আলম বাচ্চু চৌধুরীর বিধবা স্ত্রী উক্ত জেবুননেছা মিনি চৌধুরীর পোস্ট অফিস পাড়ার বাসায় কয়েকদিন ধরে রঙের কাজ করছিল। নড়াইলে সুলতান মেলা আজ শুরু নিজস্ব সংবাদদাতা, নড়াইল, ২৫ ডিসেম্বর ॥ বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৩তম জন্মজয়ন্তী উপলক্ষে মঙ্গলবার থেকে নড়াইলে ১০ দিনব্যাপী ‘সুলতান মেলা’ শুরু হচ্ছে। মঙ্গলবার বিকেলে শহরের সুলতান মঞ্চে মেলার উদ্বোধন করবেন খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া। জেলা প্রশাসন ও সুলতান ফাউন্ডেশনের আয়োজনে সুলতান মেলায় বিভিন্ন আয়োজনের মধ্যে রয়েছে চিত্র প্রদর্শনী, গ্রামীণ ক্রীড়া উৎসব, সুলতান পদক প্রদান, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলাকে জাঁকজমকভাবে উদ্যাপন করতে প্রস্তুতি শেষ হয়েছে। এদিকে মেলাকে কেন্দ্র করে নড়াইলের সাংস্কৃতিক সংগঠনগুলো সরব হয়ে উঠেছে। ১০ দিনব্যাপী সুলতান মেলায় মূর্ছনা সংগীত নিকেতন, সরগম, যুগান্তর, চিত্রা থিয়েটার, ছন্দায়ন, শহীদ মানিক-চয়ন স্মৃতি সংসদ, ছায়ানট, গ্রেভ, উদীচী শিল্পী গোষ্ঠী, সুরধাম, বেনুকা, ড্রামা সার্কেল, জেলা শিল্পকলা একাডেমিসহ ৩৪টি সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠান করবে। এসএম সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়ায় বাবা মেছের আলী ও মা মাজু বিবির ঘরে জন্মগ্রহণ করেন।
×