ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে ইউপি সদস্যের বাড়িতে জুয়াড়িদের হামলা

প্রকাশিত: ০৪:০৩, ২৬ ডিসেম্বর ২০১৭

নীলফামারীতে ইউপি সদস্যের বাড়িতে জুয়াড়িদের হামলা

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ জুয়া খেলার খবর পুলিশকে দেয়ায় কিশোরীগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নের এক নারী সসদস্যার বাড়িতে হামলা চালিয়ে বসতঘর ভাংচুর ও নারী পুরুষদের লাঞ্ছিত করেছে একদল জুয়াড়ি। এ সময় জুয়াড়িরা ওই নারী সদস্যার স্বামীর মোটরসাইকেল ভাংচুর করে। পুলিশ ঘটনাস্থলে গেলে জুয়াড়িদের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়ায় ঘটনা ঘটে। সোমবার বিকেলে ও ইউনিয়নের উত্তর শিঙ্গেগাড়ী গ্রামে এই ঘটনাটি ঘটে। এলাকার সচেতন মহলের অভিযোগ বিভিন্ন এলাকার জুয়াড়িরা বিভিন্ন বাঁশঝাড়ে বসে লাখ লাখ টাকার জুয়ার খেলে আসছে। বিভিন্ন সময় পুলিশ এসে তাদের ধাওয়া করায় বেশ কিছুদিন ধরে জুয়া বন্ধ ছিল। এ অবস্থায় ঘটনার দিন দুপুর হতে ওই এলাকার বিভিন্ন বাঁশঝাড়ে শতাধিক জুয়াড়ি কয়েক লাখ টাকা নিয়ে জুয়া খেলতে বসে। বিকেল ৪টার দিকে ইউপি সদস্য আঞ্জুয়ারা বেগম ও তার স্বামী চাঁদ মিয়া জুয়া খেলার খবর পুলিশকে দেয়ায় পুলিশ আসে। এরপর জুয়াড়িরা দলগতভাবে রাস্তায় ইউপি নারী সদস্যের স্বামী চাঁদ মিয়াকে দেখতে পেয়ে তার মোটরসাইকেলটি ভাংচুর ও লাঞ্ছিত করে। এরপর জুয়াড়িরা ছুটে যায় ইউপি নারী সদস্যার বাড়িতে। সেখানে তারা হামলা চালিয়ে বসতঘরের আসবাবপত্র, দরজা জানালা, চেয়ার ও টেবিল ভাংচুর করতে থাকে। নারী সদস্য বাঁধা দিলে গেলে তাকেও লাঞ্ছিত করে। খবর পেয়ে পুলিশ এসে হামলাকারী জুয়াড়িদের লাঠিচার্জ করার সময় জুয়াড়িদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় আবুজার রহমানের ছেলে জুয়াড়ি মিজানুর (৩৫) উল্টে মাটিতে পড়ে গেলে জুয়াড়িরা পুলিশের হামলায় তার মৃত্যু হয়েছে বলে গুজব ছড়িয়ে দিতে থাকে। পুলিশ এ সময় পিছু হটে গেলে জুয়াড়ি মিজানুর মাটি হতে উঠে দৌড় দিতে থাকে। এই সুযোগে অন্য জুয়াড়িরাও পালিয়ে যায়।
×