ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নারীসহ তিন লাশ উদ্ধার

ছাত্র যুবক ও বৃদ্ধাসহ ছয় খুন

প্রকাশিত: ০৪:০২, ২৬ ডিসেম্বর ২০১৭

ছাত্র যুবক ও বৃদ্ধাসহ ছয় খুন

জনকণ্ঠ ডেস্ক ॥ মাদারীপুরে স্কুলছাত্র, সিলেটে যুবক, রাঙ্গাবালীতে কৃষক, কেরানীগঞ্জে যুবক, পাবনায় স্কুলছাত্র ও কুষ্টিয়ার দৌলতপুরে বৃদ্ধাকে হত্যা করা হয়েছে। গাজীপুর, মুন্সীগঞ্জ ও মাগুরায় নারীসহ তিন লাশ উদ্ধার করা হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। মাদারীপুর রবিবার সন্ধ্যায় জেলার শিবচরে শাহাদাত হোসেন (১২) নামে সপ্তম শ্রেণীর এক ছাত্রকে লোহার পাইপ দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, রবিবার বিকেলে পাঁচ্চর-কাওড়াকান্দি সড়কের ভিআইপি মোড়ের এক মাঠে বন্ধুদের সাথে ক্রিকেট খেলছিল শাহাদাত হোসেন। খেলা শেষে ক্রিকেট খেলার কিছু সামগ্রী কিনতে পাশের এক দোকানে গেলে স্থানীয় ফয়সাল চৌধুরী (৩০) নামের এক যুবক পেছন থেকে এসে লোহার পাইপ দিয়ে অতর্কিতভাবে তার মাথায় আঘাত করে। এতে মাথা ফেটে জ্ঞান হারায় শাহাদাত হোসেন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়। নিহত শাহাদাত বাখরেরকান্দি পুনর্বাসন এলাকার শাজাহান শেখের ছেলে এবং সে পাঁচ্চর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র ছিল। এ ঘটনায় অভিযুক্তকে রাতেই আটক করেছে শিবচর থানা পুলিশ। সিলেট গোলাপগঞ্জে দুর্বৃত্তদের হাতে এক যুবক খুন হয়েছে। দুর্বৃত্তরা তোফায়েল আহমদ দিপুকে রবিবার গভীর রাতে হত্যা করে তার লাশ বাড়ির পুকুরপাড়ে ফেলে রেখে যায়। সোমবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। নিহত যুবক তোফায়েল আহমদ উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের দক্ষিণ রায়গড় গ্রামের সৌদি প্রবাসী ওবুদ মিয়ার একমাত্র পুত্র ও ঢাকা দক্ষিণ বাজারের ব্যবসায়ী। জানা যায়, প্রতিদিনের ন্যায় দিপু রবিবার সকালে বাড়ি থেকে বের হয়ে ঢাকা দক্ষিণ বাজারে যায়। গভীর রাত হওয়ার পরও বাড়িতে না ফিরলে তার পরিবারের লোকজন সম্ভাব্য অনেক স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। সোমবার সকালে তার পরিবারের লোকজন তাদের বাড়ির পুকুরপাড়ে দিপুর রক্তাক্ত লাশ দেখতে পেয়ে তাৎক্ষণিক স্থানীয় জনপ্রতিনিধি ও গোলাপগঞ্জ মডেল থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। গলাচিপা পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার নিজহাওলা গ্রামে হাঁস চুরির ঘটনা নিয়ে মারামারিতে দুলাল হাওলাদার (৪৫) নামের এক কৃষক খুন হয়েছে। তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় পুলিশ দুইজন মহিলাসহ তিনজনকে গ্রেফতার করেছে। এছাড়া পাঁচজনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। জানা গেছে, নিজহাওলা গ্রামের কৃষক দুলাল হাওলাদারের একটি হাঁস চুরি হয়। এতে দুলাল হাওলাদার তার প্রতিবেশী মোতালেব মৃধাকে সন্দেহ করে এবং এ নিয়ে কথা কাটাকাটি ও মারামারি হয়। এক পর্যায়ে মোতালেব মৃধার ছেলেরা দুলাল হাওলাদারকে ব্যাপক মারধর করে এবং মুগুর দিয়ে মাথায় আঘাত করে। গুরুতর জখম অবস্থায় দুলাল হাওলাদারকে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রবিবার রাতে সে মারা যায়। নিহতের স্ত্রী মরিয়ম বেগম এ ঘটনায় সোমবার পাঁচজনকে আসামি করে রাঙ্গাবালী থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেফতার করে। কেরানীগঞ্জ কেরানীগঞ্জে শুবেল (২৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। সোমবার ভোরে বন্দডাকপাড়া জোড়াপুকুর এলাকায় বাসার সামনে রক্তাক্ত অবস্থায় ফেলে যায় দুর্বৃত্তরা। পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহতের বড় ভাই রুবেল জানান, রোববার রাতে খাবার খেয়ে বাসা থেকে বের হয় শুবেল। সারারাত বাসায় ফেরেনি। ভোরের দিকে লোকজনের চিৎকার শুনে বাসার সামনে গিয়ে দেখেন শুবেল রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। কে বা কারা তাকে রক্তাক্ত জখম করে বাসার সামনে রেখে গেছে। পরে তাকে উদ্ধার করে স্থানীয়দের সহায়তায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এসময় কর্তব্যরত চিকিৎসক শুবেলকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, শুবেল অবিবাহিত ছিল। রিকশা, ভ্যান চালাতো। পাবনা সাঁথিয়ায় স্কুলছাত্র অটোভ্যান চালক রনিকে হত্যা করে লাশ ফেলে রেখে অটোভ্যান ছিনতাই করে ঘাতকরা। ঘাতক ২ সহোদর ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে রোববার উপজেলার নন্দনপুর ইউনিয়নের দরিজগন্নাথপুর শ্মশানঘাট এলাকায়। জানা যায়, উপজেলার ভুলবাড়িয়া ইউনিয়নের বৃহস্পতিপুর গ্রামের দরিদ্র অটোভ্যানচালক উজ্জ্বলের ছেলে আতাইকুলা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র রনি (১৩) ছুটির অবসরে অটোভ্যান চালাতো। গত রোববার অটোভ্যান চালিয়ে সন্ধ্যা পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে থাকে এবং থানা পুলিশকে বিষয়টি অবহিত করে। খোঁজাখুঁজির এক পর্যায়ে প্রকাশ পায় সাঁথিয়ার বাজারের অর্জুন নামের এক মেকার ওইদিন একটি অটোভ্যান ক্রয় করেছে এবং ক্রয়কালে বিক্রেতার ছবি মোবাইলে ধারণ করে রেখেছে। বিষয়টি থানা পুলিশকে জানালে সেই ছবি দেখে আতাইকুলা থানার পুলিশ তৈলকপি গ্রামের আবুল হোসেনের দুই ছেলে আসাদুল (৩৫) ও আশরাফুলকে (৩০) আটক করে। আটককৃতরা সাঁথিয়া যাওয়ার কথা বলে অটোভ্যান ভাড়া নিয়ে পথে রনিকে হত্যা করেছে মর্মে স্বীকারোক্তি করে। তাদের দেয়া তথ্যমতে, সাঁথিয়া থানা পুলিশ সোমবার সকালে উপজেলার নন্দনপুর ইউনিয়নের দরিজগন্নাথপুর শ্মশানঘাটের জঙ্গল থেকে গলায় গামছা মোড়ানো অবস্থায় রনির লাশ উদ্ধার করে। দৌলতপুর, কুষ্টিয়া দৌলতপুরে সফুরা খাতুন (৬৫) নামে বৃদ্ধা এক নারীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। রবিবার গভীর রাতে উপজেলার চিলমারী ইউনিয়নের ভবনন্দদিয়াড় ম-লপাড়া গ্রামে হত্যাকা-ের এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, মৃত বাতেন আলীর স্ত্রী সফুরা খাতুন দীর্ঘদিন ধরে তার জামাই মুজাম্মেল হকের বাড়িতে অবস্থান করছিল। ওইদিন গভীর রাতে কে বা কারা ঘরে ঢুকে বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যা শেষে লাশ ঘরে রেখে পালিয়ে যায়। সোমবার সকালে বাড়ির লোকজন সফুরা খাতুনের লাশ ঘরে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। গাজীপুর কালিয়াকৈরে মাটিচাপা দেয়া এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আনুমানিক ৩৫ বছর বয়সের নিহত ওই নারীর পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ সোমবার শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কালিয়াকৈর থানার এস,আই জানান, কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের বড় গোবিন্দপুর এলাকায় গজারি বনের পাশে এক ব্যক্তির জমিতে রবিবার বিকেলে কাজ করার সময় শ্রমিকরা মাটির নিচে চাপা দেয়া এক নারীর অর্ধগলিত লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ রাতে মাটি খুঁড়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে। মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জ শহরের খালইস্ট এলাকা থেকে আরাফাত রহমান শাওন (৩৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুর ১টার দিকে খালইস্ট এলাকার একটি বাসা থেকে লাশটি উদ্ধার করে। শাওন সদরের দেওভোগ হাজী বাড়ির মজিবুর রহমানের ছেলে। তিনি পেশায় একজন ইলেকট্রিশিয়ান। তার স্ত্রী শ্যামলী বেগম সদরের বৈখর এলাকার মৃত আব্দুল ছোবহান বেপারীর মেয়ে। শাওনের স্ত্রী শ্যামলী বেগম বলেন, ‘শাওন প্রায়ই নেশা করে এসে আমাকে মারধর করতো। সাত বছর আগে প্রথম স্ত্রীর সঙ্গে শাওনের বিবাহ বিচ্ছেদ হওয়ার পর আমার সঙ্গে বিয়ে হয়। আমাদের পরিবারের পাঁচ বছরের ছেলে সন্তান রয়েছে। দুইদিন আগে শাওন বাসায় ফিরে দরজা ভেতর থেকে বন্ধ করে দেয়। পরে আমি ছেলেকে নিয়ে বাবার বাড়িতে চলে যাই। সোমবার দুপুরে ঘরে ঢুকে শাওনের ঝুলন্ত লাশ দেখি।’ মাগুরা অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ। রবিবার রাতে জেলার শ্রীপুর উপজেলার নবগ্রাম মাঠ থেকে উদ্ধার হওয়া লাশটি পুলিশ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। জানা যায়, শ্রীপুর উপজেলার নবগ্রাম মাঠে অজ্ঞাত পুরুষ বয়স আনুমানিক ৩৫ বছর লাশটি দেখতে পেয়ে এলাকবাসী পুলিশে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে।
×