ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জলসিঁড়ি সম্মাননা পাচ্ছেন জনকণ্ঠ সাংবাদিক সঞ্জয়সহ চার গুণীজন

প্রকাশিত: ০৪:০১, ২৬ ডিসেম্বর ২০১৭

 জলসিঁড়ি সম্মাননা পাচ্ছেন জনকণ্ঠ সাংবাদিক সঞ্জয়সহ চার গুণীজন

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ২৫ ডিসেম্বর ॥ জলসিঁড়ি সম্মাননা পাচ্ছেন জনকণ্ঠের সাংবাদিক ও ছড়াকার সঞ্জয় সরকারসহ চার গুণীজন। দুর্গাপুর উপজেলার গাভীনা গ্রামে প্রতিষ্ঠিত ‘জলসিঁড়ি পাঠকেন্দ্র’র ১৫ বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার এ সম্মাননা দেয়া হবে। ছড়াকার সঞ্জয় সরকার ছাড়াও যারা এ সম্মাননা পাচ্ছেন তারা হলেন- ভাষাযোদ্ধা আজিম উদ্দিন আহাম্মদ, পুলিশ মুক্তিযোদ্ধা শাহজাহান মিয়া ও কবি মামুন খান। ‘শূন্যেরে করিব পূর্ণ, এই ব্রত বহিব সদাই’- স্লোগান সামনে রেখে গাভীনা গ্রামের জলসিঁড়ি পাঠকেন্দ্রে মঙ্গলবার দুপুর ২টায় ১৫ বছর পূর্তি অনুষ্ঠানের উদ্বোধন করবেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য উপাধ্যক্ষ রেমন্ড আরেং। অনুষ্ঠানে দু’টি পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় এমপি ছবি বিশ্বাস ও পুলিশ সুপার জয়দেব চৌধুরী। অনুষ্ঠানের বিভিন্ন পর্বে অনুষ্ঠিত হবে উদ্বোধন, সম্মাননা প্রদান, কথামালা ও কবিতা পাঠ। জলসিঁড়ি পাঠকেন্দ্রের প্রতিষ্ঠাতা ও সম্পাদক দীপক সরকার জানান, দুর্গাপুর ছাড়াও নেত্রকোনার বিভিন্ন অঞ্চলের সাহিত্য ও সংস্কৃতিকর্মীরা বরাবরের মতো এ উৎসবে যোগ দেবেন। প্রতিষ্ঠালগ্ন থেকে জলসিঁড়ি প্রতিবছর এ ধরনের সম্মাননা দিয়ে আসছে। বোমা বানাতে গিয়ে কব্জি হারানো যুবক আটক স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বোমা বানাতে গিয়ে বাম হাতের কব্জি উড়ে যাওয়া যুবক আশিক সিকদারকে চিকিৎসাধীন অবস্থায় রবিবার মধ্যরাতে আটক করেছে জেলার গৌরনদী মডেল থানা পুলিশ। পুলিশ জানায়, রবিবার সন্ধ্যা সাতটার দিকে কালকিনির বাঁশগাড়ি এলাকার আজাদ মেম্বারের বাড়ির পাশের একটি পুকুর পাড়ে আশিক সিকদার বোমা বানাতে গিয়ে গুরুতর আহত হয়। বোমার আঘাতে আশিকের বাম হাতের কব্জি উড়ে যায়। আশিক ওই এলাকার খুনেরচর গ্রামের বাসিন্দা ইউনুস সিকদারের পুত্র। ঘটনার পর গুরুতর আহত আশিককে বরিশাল শেবাচিম হাসপাতালে নেয়া হয়। রাতে শেবাচিম থেকে তাকে গৌরনদী উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়। গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ চিকিৎসাধীন অবস্থায় আশিককে আটক করেছে।
×