ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ভোলায় মেডিক্যাল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত: ০৩:৫৯, ২৬ ডিসেম্বর ২০১৭

ভোলায় মেডিক্যাল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন বাণিজ্যমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ২৫ ডিসেম্বর ॥ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের মায়ের ১১তম মৃত্যুবার্ষিকীতে তার মা-বাবার নামে একটি ২৫০ শয্যা বিশিষ্ট বেসরকারী মেডিক্যাল কলেজ ও হাসাপাতাল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার দুপুরে ভোলার উপশহর বাংলাবাজার ফাতেমা খানম কপ্লেক্সে তিন একর জমির ওপর আজহার-ফাতেমা মেডিক্যাল কলেজ ও হাসপতালের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এ সময় তিনি বলেন, এক সময়ের পিছিয়ে পড়া জনপদ ভোলার বাংলাবাজারে প্রতিষ্ঠিত করা হবে একটি মেডিক্যাল কলেজ। এখান থেকে ভোলার সাধারণ মানুষের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করা যাবে। যাতে সকল ধরণের বিশেষায়িত চিকিৎসা সেবা ভোলার মানুষ এই মেডিক্যাল কলেজ হাসপাতালেই করতে পারবে। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলী আজম মুকুল, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, বাণিজ্যমন্ত্রীর একমাত্র কন্যা ডাঃ তাসনিমা আহমেদ জামান, সিভিল সার্জন ডাঃ রথিন্দ্রনাথ মজুমদার, জেলা প্রশাসক মোহাঃ সেলিম উদ্দিন, পুলিশ সুপার মোঃ মোকতার হোসেন, ভোলা পৌরসভার মেয়র মোহম্মদ মনিরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব প্রমুখ।
×