ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বগুড়ায় চাঁদাবাজির প্রতিবাদে ট্রাক মালিক-শ্রমিকদের বিক্ষোভ

প্রকাশিত: ০৩:৫৮, ২৬ ডিসেম্বর ২০১৭

বগুড়ায় চাঁদাবাজির প্রতিবাদে ট্রাক মালিক-শ্রমিকদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার,বগুড়া অফিস ॥ ট্রাক মালিক শ্রমিক সমিতি ও ট্রাক শ্রমিক ইউনিয়নের নামে বগুড়ার বিভিন্ন পয়েন্টে ট্রাক থেকে অবৈধভাবে চাঁদা আদায় হচ্ছে বলে অভিযোগ উঠেছে। অবৈধ চাঁদা আদায়ের প্রতিবাদে সোমবার সকালে বগুড়ার দ্বিতীয় বাইপাস সড়কের মানিক চক এলাকায় চাঁদাবাজিতে অতিষ্ঠ ট্রাক মালিক শ্রমিকরা রাস্তার পাশে ট্রাক রেখে বিক্ষোভ করে। ওই ট্রাকগুলো সেখান থেকে বালু বহন করে শহরের বিভিন্ন নির্মাণ সাইটে সরবরাহ করে আসছিল। তাদের অভিযোগ, হঠাৎ করে চাঁদার পরিমাণ দ্বিগুণেরও বেশি করায় বালু পরিবহনে তারা ক্ষতির মুখে পড়েছেন। এতে তাদের ট্রাক বন্ধ করে রাখা ছাড়া আর কোন উপায় নেই। স্থানীয় সূত্র জানায়, মানিক চক এলাকায় বালু উত্তোলনের কয়েকটি পয়েন্ট রয়েছে। এখান থেকে প্রতিদিন ৫০-৬০টি ট্রাক বালু পরিবহন করে। ট্রাক মালিক রফিকুল ও রঞ্জুর মিয়া নামে দুই ট্রাক মালিক ক্ষোভ প্রকাশ করে বলেন, সারাদিন বালু পরিবহন করে যে টাকা চাঁদা দিতে হয় তাতে মালিক শ্রমিকদের হাতে তেমন কিছু আর থাকছে না। ট্রাক চালানোই লোকসানের বিষয় হয়ে দাঁড়িয়েছে। তারা আরও জানান, মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নামে আগে প্রতিদিন ৮০ টাকা চাঁদা আদায় হতো তাদের পয়েন্ট থেকে। ৪-৫ দিনে আগে বালু পরিবহনের চালান পত্রের নামে নতুন করে আরও ১শ’ টাকা চাঁদা নির্ধারণ করে। বিক্ষোভকারী মালিক শ্রমিকদের অভিযোগ, সেলিম নামে এক ব্যক্তি তাদের নিকট থেকে নতুন এই চাঁদা আদায় করতে শুরু করে। এর ফলে সব মিলিয়ে এখন মানিক চক পয়েন্ট থেকে ট্রাকপ্রতি ২শ’ টাকা আদায় করা হচ্ছে। নতুন করে নির্ধারণ করা চাঁদার চালানপত্রে ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নের নাম উল্লেখ রয়েছে। নতুন করে চাঁদার পরিমাণ বাড়িয়ে দেয়ায় ট্রাক মালিক শ্রমিকরা সোমবার সকাল ১০টার দিকে অর্ধশতাধিক ট্রাক রাস্তার পাশে রেখে বিক্ষোভ করে। তাদের দাবি চাঁদা বন্ধ করা না হলে ট্রাকে বালু পরিবহন করা সম্ভব না। অভিযোগ পাওয়া গেছে জেলার আরও কয়েক পয়েন্ট থেকে চাঁদা আদায়সহ সমিতিতে ভর্তির নামে মোটা অংকের চাঁদা আদায় নিয়ে ট্রাক মালিকদের মধ্যে ব্যাপক ক্ষোভও বিরাজ করছে।
×