ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জেরুজালেমে দূতাবাস সরিয়ে নিচ্ছে গুয়াতেমালা

প্রকাশিত: ০৩:৫৭, ২৬ ডিসেম্বর ২০১৭

জেরুজালেমে দূতাবাস সরিয়ে নিচ্ছে গুয়াতেমালা

গুয়াতেমালার প্রেসিডেন্ট জিমি মোরালেস রবিবার এক ফেসবুক পোস্টে ইসরাইলে নিজেদের দূতাবাস তেলআবিব থেকে জেরুজালেমে সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছেন। মোরালেস জানান, ইসরাইলী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলে সিদ্ধান্তটি নেয়া হয়েছে। পাশাপাশি মোরালেস জানিয়েছেন, গুয়াতেমালা ইসরাইলের দীর্ঘদিনের মিত্র। খবর বিবিসির। জেরুজালেমকে ইসরাইলের রাজধানী স্বীকৃতি দেয়া থেকে সরে আসার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়ে গত সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদে একটি প্রস্তাব পাস হয়েছে। সেই প্রস্তাবে যে সাতটি দেশ বিপক্ষে ভোট দিয়েছে গুয়াতেমালা তার মধ্যে অন্যতম। গুয়াতেমালার প্রতিবেশী দেশ হন্ডুরাসও ওই সাতটি দেশের মধ্যে রয়েছে। জাতিসংঘের প্রস্তাবে ভোটাভুটির আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেছিলেন, যেসব দেশ যুক্তরাষ্ট্রের বিপক্ষে ভোট দেবে তাদেরকে সব ধরনের অর্থনৈতিক সহায়তা বন্ধ করে দেয়া হবে। মধ্য আমেরিকার দরিদ্র দেশ গুয়াতেমালাকে সহায়তা দেয়া দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র বিশেষ গুরুত্বপূর্ণ।
×