ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আজ দেবের জন্মদিন

প্রকাশিত: ১৯:৪১, ২৫ ডিসেম্বর ২০১৭

আজ দেবের জন্মদিন

অনলাইন ডেস্ক ॥ তাঁর অনুরাগীদের কাছে সবসময়ই বড়দিনের একটা অন্য আবেদন। কারণ তাঁরা জানেন আজকে তাঁদের প্রিয় তারকার জন্মদিন। ৭২ ঘণ্টা আগেই মুক্তি পেয়েছে দেবের কেরিয়ারের অন্যতম তথা বাংলার সবথেকে ‘বড়’ ছবি ‘অ্যামাজন অভিযান’। রাজ্যের বিভিন্ন কোণ থেকে আসা ছবির পজিটিভ রিভিউতে তিনি আপাতত স্বস্তিতে। জন্মদিন প্রত্যেকের কাছেই স্পেশাল। কিন্তু আজকে তাঁর জন্মদিনের প্ল্যানিং কীরকম? কোথায় তা অন্যান্য বছরগুলোর তুলনায় আলাদা? সুপারস্টারের আজকের প্ল্যানিং বর্তমান বিনোদনের পাতায়। এবারের জন্মদিনটা কেন স্পেশাল? ‘অ্যামাজন অভিযান। এত বড় মাপের একটা ছবি মুক্তি পেল। খুব টেনশনে ছিলাম। ছবিটা মানুষের পছন্দ হয়েছে। এটা যে কত বড় রিলিফ বলে বোঝাতে পারব না। চাঁদের পাহাড় মুক্তির সময়েও এই একই ব্যাপার হয়েছিল’ জানালেন দেব। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটেও এই ছবির রেসপন্স ভালো। খুশি অভিনেতা। বলছিলেন ‘ইতিমধ্যেই প্রায় ৯০ শতাংশ হল হাউজফুল হয়ে গিয়েছে। সামনে ছুটির সপ্তাহ। আশা করছি আরও বেশি দর্শক ছবিটা দেখবেন’। সাধারণত কাজের ব্যস্ততায় আর পাঁচটা দিন যেভাবে শুরু হয় তার থেকে আজকের দিনটা একটু দেরিতে শুরু করেন দেব। জানালেন, ‘এই একটা দিন চেষ্টা করি বাড়িতে থাকতে। পারলে বেলা বারোটার সময়ে ঘুম থেকে উঠব। তবে আমি জানি শেষে দেখব, সেই কাজ চলে এল।’ জন্মদিনের দিন দেবের বাবা-মায়ের বন্ধুরা অনেকেই বাড়িতে আসেন। আসেন আত্মীয় পরিজনরা। হাসতে হাসতে দেব বলছিলেন ‘এই একটা দিন তাঁদের যাবতীয় প্রশ্নের উত্তর আমাকে দিতে হয়। আর আমিও চেষ্টা করি এই সময়টা ওঁদের সঙ্গে কাটাতে। এবারে আমি নিশ্চিত অ্যামাজোনিয়ার শ্যুটিংয়ের গল্প সবাই শুনতে চাইবে।’ এরপর সেই অবধারিত প্রশ্ন। রুক্মিণীর সঙ্গে সময় কাটাবেন কখন? ‘এই রে, দেবের জন্মদিনের গল্পে রুক্মিণী এল কোথা থেকে। বিশ্বাস করুন এখনও কোনও পরিকল্পনা নেই। দেখা যাক কীভাবে সময় বের করতে পারি।’ আজকে দেবের জন্মদিনে একটা বড় সারপ্রাইজ হতে চলেছে ‘কবীর’। জানুয়ারি মাসেই এই ছবির পরবর্তী শিডিউলের কাজ শুরু হয়ে যাবে। ট্যুইটারে ছবির পোস্টার আজকেই প্রকাশ করবেন নায়ক। জানালেন, ‘আমাকে এবং রুক্মিণীকে একদম নতুনভাবে পাবেন দর্শক। এই ছবি ঘিরে রহস্যটাকে এতদিন বজায় রেখেছিলাম। আজকে পোস্টার লঞ্চের মাধ্যমে দর্শক একটা আঁচ পাবেন। আমি খুব এক্সাইটেড।’
×