ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ওয়াংখেড়ে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করল ভারত

প্রকাশিত: ০৭:৪৫, ২৫ ডিসেম্বর ২০১৭

ওয়াংখেড়ে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করল ভারত

স্পোর্টস রিপোর্টার ॥ তিন ম্যাচের টি২০ সিরিজে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করল ভারত। রবিবার তৃতীয় ও শেষ টি২০তে ৫ উইকেটে জয় পেল ভারত। প্রথম টি২০তে ৯৩ রানে ও দ্বিতীয় টি২০তে ৮৮ রানে জিতে সিরিজ নিশ্চিত করে ফেলেছিল রোহিত শর্মার দল। এক ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছিল। রবিবার সিরিজের ব্যবধান ৩-০ করল। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ভারত। তাকাজেও দেয়। শ্রীলঙ্কা ব্যাট হাতে নেমে ৭ উইকেট হারিয়ে ২০ ওভারে ১৩৫ রান করে। দলের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেন গুনারাত্নে। বলহাতে ২ উইকেট করে নেন উনারকাট ও পান্ডে। জবাব দিতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৯.২ ওভারে ১৩৯ রান করে জিতে যায় ভারত। টানা তিন টি২০তেই জয় তুলে নেয়। ব্যাট হাতে ৩২ রান করেন পান্ডে। এ ম্যাচটির মধ্য দিয়ে ভারত সফর শেষ করল শ্রীলঙ্কা। টি২০ সিরিজের আগে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলে শ্রীলঙ্কা। সব সিরিজেই শ্রীলঙ্কার হার হয়। শুরুতে টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে জিতে ভারত। প্রথম ও তৃতীয় টেস্ট ড্র হয়। দ্বিতীয় টেস্ট ইনিংস ও ২৩৯ রানে জিতে ভারত সিরিজ জিতে। এরপর ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয় পায়। প্রথম ওয়ানডেতে ৭ উইকেটে হারের পর দ্বিতীয় ওয়ানডেতে ১৪১ রানে ও তৃতীয় ওয়ানডেতে ৮ উইকেটে জিতে ভারত। এবার শ্রীলঙ্কাকে টি২০ সিরিজে হোয়াইটওয়াশই করে দিল ভারত। স্কোর ॥ ভারত-শ্রীলঙ্কা তৃতীয় টি২০-মুম্বাই শ্রীলঙ্কা ইনিংস ১৩৫/৭; ২০ ওভার (গুনারারত্ন ৩৬, সানাকা ২৯*; উনারকা ২/১৫, পান্ডে ২/২৫)। ভারত ইনিংস ১৩৯/৫; ১৯.২ ওভার (পান্ডে ৩২, আইয়ার ৩০)। ফল ॥ ভারত ৫ উইকেটে জয়ী। ম্যাচ সেরা ॥ জয়দেব উনারকাট (ভারত)। সিরিজ ॥ ভারত ৩-০ ব্যবধানে জয়ী।
×