ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ম্যারাডোনাকে ছাড়িয়ে গেলেন হামসিক

জুভেন্টাসের বাধা এবার নেপোলি

প্রকাশিত: ০৬:০৫, ২৫ ডিসেম্বর ২০১৭

জুভেন্টাসের বাধা এবার নেপোলি

স্পোর্টস রিপোর্টার ॥ ইতালিয়ান সিরি’এ লীগে এককভাবেই রাজত্ব করছে জুভেন্টাস। সর্বশেষ টানা ছয়বারের লীগ চ্যাম্পিয়ন তারা। জুভদের সামনে এবারও শিরোপা ধরে রাখার হাতছানি। তবে সেই পথে এখন বাধা হয়ে দাঁড়িয়েছে নেপোলি। কেননা, মৌসুমের প্রথম ১৮ ম্যাচ শেষে ৪৫ পয়েন্ট নিয়ে সবার ওপরে অবস্থান করছে তারা। যদিওবা সমানসংখ্যক ম্যাচ খেলা জুভেন্টাসের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধানটা মাত্র এক। শনিবার কঠিন লড়াইয়ের পর জুভেন্টাস ১-০ গোলে হারিয়েছে রোমাকে। আর তাতেই টেবিলের শীর্ষে থাকা নেপোলির ওপর চাপ অব্যাহত রেখেছে তুরিনের জায়ান্টরা। এদিকে দিনের আরেক ম্যাচে টানা দ্বিতীয় পরাজয়ের স্বাদ পেয়েছে ইন্টার মিলান। তুরিনে মরক্কোর মেহদি বেনাটিয়ার ১৮ মিনিটের একমাত্র গোলে রোমার পরাজয় নিশ্চিত হয়। এই জয়ে নেপোলির থেকে এক পয়েন্টেই পিছিয়ে থাকলো দ্বিতীয় স্থানে থাকা জুভরা। সাসোলোর কাছে ১-০ গোলে পরাজিত হয়ে নেপোলির থেকে পাঁচ পয়েন্ট পিছিয়ে তৃতীয় স্থানে রয়েছে মিলান। আর রোমার অবস্থান চারে। এই প্রথমবারের মতো এবারের মৌসুমে এ্যাওয়ে ম্যাচগুলোতে নিজেদের প্রমাণে ব্যর্থ হচ্ছে রোমা। যদিও শনিবার ইনজুরি সময়ে প্যাট্রিক শিকের গোল ক্রসবারে না লাগলে ইউসেবিও ডি ফ্রান্সেসকোর দল হয়তো এক পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে পারতো। জুভেন্টাসও অবশ্য ছেড়ে কথা বলেনি। গঞ্জালো হিগুয়েইন সহজ সুযোগ নষ্ট না করলে কিংবা মিরালেম পানিকের স্টপেজ টাইমের শট অল্পের জন্য রোমার গোলরক্ষক এ্যালিসন রক্ষা না করলে জয়ের ব্যবধানটা আরও বাড়তে পারতো। রোমার বিপক্ষে জয়ের পর জুভেন্টাসের কোচও শিরোপার দৌড়ে এগিয়ে রাখছেন নেপোলিকে। তাদের সঙ্গে রাখছেন রোমাকেও। এ প্রসঙ্গে ম্যাসিমিলিয়ানো এ্যালেগ্রি বলেন, ‘রোমা আর নেপোলি শিরোপার পথে বেশ ভালভাবেই এগিয়ে রয়েছে। তবে ইন্টার ও ল্যাজিওকে একেবারে বাদ দেয়া যায় না।’ নেপোলির থেকে সাত ও জুভেন্টাসের চেয়ে ছয় পয়েন্ট পিছিয়ে থাকা রোমার কোচ ডি ফ্রান্সেসকো বলেন, ‘আমার দল আরও ভাল করতে পারতো। হয়তবা আমরা একটু বেশি বাধার মুখে পড়েছিলাম। জুভেন্টাসের মতো দলের বিপক্ষে ভুল করার কোন সুযোগ নেই। এদিকে দিনের শুরুতে মারেক হামসিকের রেকর্ড গোলের সৌজন্যে নেপোলি ৩-২ গোলে হারিয়েছে সাম্পদোরিয়াকে। নেপোলির হয়ে এদিন ক্যারিয়ারের ১১৬তম গোল করেন হামসিক। সেই সঙ্গে সর্বোচ্চ গোলদাতা ডিয়েগো ম্যারাডোনার রেকর্ডকেও ছাড়িয়ে যান তিনি। এমন কীর্তি গড়ে দারুণ রোমাঞ্চিত স্লোভাকিয়ার এই তারকা ফরোয়ার্ড। ম্যাচ শেষে নিজের এই অনন্য রেকর্ড সম্পর্কে ৩০ বছর বয়সী তারকা বলেন, ‘ম্যারাডোনার মতো কিংবদন্তি একজন খেলোয়াড়ের রেকর্ড ছাড়িয়ে যাওয়াতে আমি সত্যিই গর্বিত। এই ১১৬টি গোলের পিছনে আমার সতীর্থদের অবদান রয়েছে। এই জয়টা দলের জন্য বেশ গুরুত্বপূর্ণ ছিল।’ অথচ ম্যাচ শুরুর ২ মিনিটের মধ্যেই গ্যাস্টন রামিরেজের ফ্রি-কিক নেপোলি গোলরক্ষক পেপে রেইনাকে বোকা বানালে এগিয়ে যায় সাম্পদোরিয়া। কিন্তু সাওপাওলো স্টেডিয়ামে ১৬ মিনিটেই এ্যালানের গোলে সমতায় ফেরে স্বাগতিকরা। ২৭ মিনিটে ফ্যাবিও কুয়াগিলারেলার স্পট কিকে আবারও এগিয়ে যায় সফরকারীরা। ৩৩ মিনিটে ড্রিয়েস মারটেনসের ক্রস থেকে ইনজুরি কাটিয়ে দলে ফেরা লোরেনজে ইনসিগনে নেপোলিকে ম্যাচে ফেরান। কিন্তু ৩৯ মিনিটে অধিনায়াক হামসিকের গোলের সৌজন্যে নেপোলির জয় নিশ্চিত হয়।
×