ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রেকর্ড গড়ে জয় অপ্রতিরোধ্য ম্যানচেস্টার সিটির

প্রকাশিত: ০৬:০৫, ২৫ ডিসেম্বর ২০১৭

রেকর্ড গড়ে জয় অপ্রতিরোধ্য ম্যানচেস্টার সিটির

স্পোর্টস রিপোর্টার ॥ ইংলিশ প্রিমিয়ার লীগ ফুটবলে অপ্রতিরোধ্য ছন্দে এগিয়ে চলেছে ম্যানচেস্টার সিটি। শনিবার রাতে সিটিজেনরা আরও একটি দাপুটে জয় পেয়েছে। ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ম্যানসিটি ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে বোর্নমাউথকে। সহজ জয় পেয়েছে টটেনহ্যাম হটস্পারও। এ্যাওয়ে ম্যাচে স্পার্সরা ৩-০ গোলে হারিয়েছে স্বাগতিক বার্নলিকে। টটেনহ্যামের হয়ে হ্যাটট্রিক করেন হ্যারি কেন। তবে ড্র করে পয়েন্ট খুইয়েছে চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেড। এ্যাওয়ে ম্যাচে এভারটনের মাঠে গোলশূন্য ড্র করে চেলসি। আর লিচেস্টার সিটির মাঠে অন্তিম মুহূর্তে গোল হজম করে ২-২ গোলে ড্র করে ম্যানচেস্টার ইউনাইটেড। বর্তমানে ১৯ ম্যাচ শেষে ৫৫ পয়েন্ট নিয়ে সবার ধরাছোঁয়ার বাইরে থেকে শীর্ষে ম্যানসিটি। ৪২ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানইউ, ৩৯ পয়েন্ট নিয়ে তিনে চেলসি, ৩৪ পয়েন্ট নিয়ে পাঁচে টটেনহ্যাম ও ২৭ পয়েন্ট নিয়ে আট নম্বরে লিচেস্টার। দাপুটে জয়ের পথে দারুণ এক রেকর্ড গড়েছে ম্যানচেস্টার সিটি। প্রিমিয়ার লীগ যুগের প্রথম দল হিসেবে এক ক্যালেন্ডার ইয়ারে ১০০ গোল করার কীর্তি গড়েছে সিটিজেনরা। সিটির হয়ে সার্জিও এ্যাগুয়েরো জোড়া গোল করেন। একটি করে গোল করেন রাহিম স্টার্লিং ও ডানিলো। এই নিয়ে প্রিমিয়ার লীগে টানা ১৭তম জয় পেয়েছে পেপ গার্ডিওলার দল। এ্যাগুয়েরোর জোড়া গোলের পর স্টার্লিং তৃতীয় গোল করলে ২০১৭ সালে ১০০ গোল পূর্ণ হয় ম্যানচেস্টার সিটির। এরপর খেলার শেষ মুহূর্তে ডানিলো বোর্নমাউথের কফিনে শেষ পেরেক ঠুকে দেন। সবমিলিয়ে গত ৩৫ বছরে প্রথম দল হিসেবে প্রিমিয়ার লীগে এক বছরে ১০০ গোল করার কীর্তি গড়ে ম্যানসিটি। ১৯৮২ সালে ১০০ গোলের ল্যান্ডমার্ক স্পর্শ করেছিল লিভারপুল। তবে প্রিমিয়ার লীগের বর্তমান ফরমেটে সিটি ছাড়া কোন দলেরই এই কীর্তি নেই। চলতি বছর ১০১ গোল করা ম্যানচেস্টার সিটি সংখ্যাটিকে আরও সমৃদ্ধ করতে পারবে। ইউরোপের শীর্ষ পর্যায়ের লীগে টানা জয়ের দিক থেকে সিটি এখন আর মাত্র দুটি জয়ের অপেক্ষায় আছে। ২০১৩-১৪ মৌসুমে এই গার্ডিওলার বেয়ার্ন মিউনিখ বুন্দেসলিগায় টানা ১৯ ম্যাচ জয়ের রেকর্ড গড়েছিল। তবে ইতোমধ্যেই সিটিজেনরা একটি রেকর্ড করে ফেলেছে। ১৯৮২ সালে লিভারপুলের পর ইংলিশ লীগে এক বছরে ১০০ গোলের মালিক এখন সিটি। ম্যাচ শেষে এ্যাগুয়েরোর প্রশংসা করে সিটি কোচ গার্ডিওলা বলেন, সে একজন বিশেষ খেলোয়াড়, একজন কিংবদন্তি। সে যখন ভাল খেলে ও গোল পায় আমি দারুণ খুশি হই। দ্বিতীয় সারির দল ব্রিস্টল সিটির কাছে লীগ কাপের কোয়ার্টার ফাইনালে হারের পর কিং পাওয়ার স্টেডিয়ামে আবারও পয়েন্ট হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচের ২৭ মিনিটে জিমি ভার্ডির গোলে এগিয়ে যায় স্বাগতিক লিচেস্টার সিটি। ৪০ মিনিটে স্প্যানিশ উইঙ্গার জুয়ান মাতা ইউনাইটেডের পক্ষে সমতা ফেরান। ৬০ মিনিটে মাতার দুর্দান্ত ফ্রিকিকে ইউনাইটেড এগিয়ে যায়। কিন্তু ইনজুরি টাইমে ডিফেন্ডার হ্যারি মাগুয়েরের গোলে ড্র নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকরা। নতুন কোচ স্যাম অলড্রিচের অধীনে এভারটন তাদের উন্নতি অব্যাহত রেখেছে। ঘরের মাঠে দারুণ এক ম্যাচের পর চ্যাম্পিয়ন চেলসিকে গোলশূন্য ড্র করতে বাধ্য করেছে এভারটন। এই নিয়ে লীগে টানা ষষ্ঠ ম্যাচে অপরাজিত থাকল অলড্রিচের শিষ্যরা। এদিকে ইপিএলে দারুণ কীর্তি গড়েছেন হ্যারি কেন। এ্যালান শিয়েরারের গড়া এক ক্যালেন্ডার ইয়ারে সর্বোচ্চ গোলের রেকর্ড স্পর্শ করেছেন টটেনহ্যাম তারকা। বার্নলির বিরুদ্ধে দলের তিন গোলের জয়ে প্রতিটিই করেন ইংলিশ ফরোয়ার্ড। ২০১৭ সালে প্রিমিয়ার লীগে এ নিয়ে ৩৬ গোল করেছেন হ্যারি। ইংল্যান্ডের শীর্ষ লীগে এক ক্যালেন্ডার ইয়ারে এটি সর্বোচ্চ গোলের রেকর্ড। ১৯৯৫ সালে ব্লাকবার্নের হয়ে এ্যালান শিয়েরারও করেছিলেন ৩৫ গোল। খুব শীঘ্রই শিয়েরারকে ছাড়িয়ে যাওয়ার দারুণ সুযোগ আছে কেনের। মঙ্গলবার ঘরের মাঠে সাউদাম্পটনকে আতিথ্য দেবে টটেনহ্যাম। এই ম্যাচে গোল করতে পারলেই শিয়েরারকে ছাপিয়ে চূড়ায় উঠে যাবেন হ্যারি কেন।
×