ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দ্রুততম মানব-মানবী মেজবাহ ও শিরিন

প্রকাশিত: ০৬:০৫, ২৫ ডিসেম্বর ২০১৭

দ্রুততম মানব-মানবী মেজবাহ ও শিরিন

স্পোর্টস রিপোর্টার ॥ জাতীয় এ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে আবারও দ্রুততম মানব ও মানবীর খেতাব জিতেছেন বাংলাদেশ নৌবাহিনীর মেজবাহ আহমেদ ও শিরিন আক্তার। রবিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেষ হওয়া এবারের আসরে মুকুট ধরে রাখেন এ দু’জন। আর পুরো টুর্নামেন্টে ধারাবাহিকতা ধরে রেখে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। রবিবার রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫টি স্বর্ণ, ২১টি রৌপ্য এবং ১১টি ব্রোঞ্জসহ মোট ৪৭ পদক নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী পদক তালিকার শীর্ষস্থান অর্জন করে। বাংলাদেশ নৌবাহিনী ১৫টি স্বর্ণ, ৯টি রৌপ্য এবং ৮টি ব্রোঞ্জসহ মোট ৩২টি পদক নিয়ে ২য় স্থানে ও ১টি স্বর্ণ, ২টি রৌপ্য এবং ৫টি ব্রোঞ্জসহ মোট ৮টি পদক নিয়ে ৩য় অবস্থানে আছে বাংলাদেশ জেল। সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এ্যাথলেটিক্স ফেডারেশনের সভাপতি এ এস এম আলী কবীর। অন্যবারের মতো এবারও ট্র্যাকের পুরনো দুই সেরাই নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছেন। বাংলাদেশ নৌবাহিনীর মেজবাহ নিজের মুকুট অক্ষুণœœ রেখেছেন রেকর্ড গড়েই। টানা সপ্তমবারের মতো সেরা হতে গিয়ে ১০.৭৮৩ সেকেন্ড সময় ব্যয় করেন তিনি। এটা মেজবাহর দ্বিতীয় সেরা টাইমিং। এর আগে সপ্তমবারের মতো টানা স্বর্ণ পদক জয় করার রেকর্ড আছে মোশারফ হোসেন শামীমের। একই সংস্থার এম আবদুর রউফ পয়েন্ট দশ মাইক্রো সেকেন্ড ব্যবধানের কারণে স্বর্ণ পদক জিততে পারেননি। আর ব্রোঞ্জ নিয়ে সন্তুষ্ট থাকতে হয় শরিফুল ইসলামকে। তিনি সময় নিয়েছেন ১১.০৭২ সেকেন্ড সময়। মহিলা বিভাগে নৌবাহিনীর শিরিন আক্তার ১২.২৭৯ সেকেন্ড সময় নিয়ে সবাইকে পেছনে ফেলেন। এটাই শিরিনের বেস্ট টাইমিং স্প্রিন্টে। একই সংস্থার সোহাগী আক্তার (১২.৪৪০ সেকেন্ড) দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন সেনাবাহিনীর সুস্মিতা ঘোষ (১২.৬২৬ সেকেন্ড)। রেকর্ড গড়ে নিজের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পেরে দারুণ খুশি মেজবাহ আহম্মেদ, ‘আমি কৃতজ্ঞ আমার মা-বাবা ও কোচের কাছে। আর মহান সৃষ্টিকর্তাকে ধন্যবাদ। এটা নিয়ে আমি সপ্তমবারের মতো টানা ১০০ মিটার স্প্রিন্টের মুকুট জয় করলাম। এটা দারুণ একটা রেকর্ড। রেকর্ড গড়লে সবার কাছেই ভাল লাগে। টাইমিংটা আমাদের দ্বিতীয় সেরা টাইমিং। এর আগে, ২০১৩ বাংলাদেশ গেমসে আমার বেস্ট টাইমিং ছিল ১০.৭০।’ মহিলা বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন করা শিরিন আক্তার ৬ষ্ঠবারের মতো সেরা হয়ে দারুণ উৎফুল্ল, ‘এটা নিয়ে টানা ছয়বারের মতো জাতীয় পর্যায়ে মুকুট জয় করলাম। আর জাতীয় এ্যাথলেটিক্সে চতুর্থবারের মতো। এখন আমার লক্ষ্য নিজের সেরা টাইমিং গড়া। আর লাভলী সুলতানার সাতবারের রেকর্ডে ভাগ বসানো লক্ষ্য।’
×