ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মারিয়াদের নৈপুণ্যেই গ্যালারিতে উৎসব

প্রকাশিত: ০৬:০৫, ২৫ ডিসেম্বর ২০১৭

মারিয়াদের নৈপুণ্যেই গ্যালারিতে উৎসব

স্পোর্টস রিপোর্টার ॥ কে বলে ঢাকার ফুটবলে দর্শক হয় না? কে বলে ঢাকার মানুষ ফুটবলবিমুখ? রবিবার ২০ হাজার দর্শক ধারণক্ষমতার কমলাপুর স্টেডিয়ামে গিয়ে কিন্তু এমনটা মনে হয়নি। সাফ অ-১৫ মহিলা চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ-ভারত ম্যাচটি উপভোগ করতে কমলাপুরে নেমেছিল দর্শকদের ঢল। সংখ্যাটা ছিল প্রায় ১২ হাজার। মন্দের ভাল কিংবা নাই মামার চেয়ে কানা মামা ভাল বলাই যেতে পারে। অথচ দিনটা কিন্তু ছুটির দিন ছিল না। তারপরও দর্শকের কোন কমতি হয়নি। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল। আর ফুটবলের প্রাণ কী বলুন তো? দর্শক। একটি খেলা দেখতে গ্যালারিতে দর্শকদের ঢল নামবে, টিকেট কালোবাজারি হবে, লাইন ধরে গ্যালারিতে ঢুকতে গিয়ে ধাক্কাধাক্কি হবে, হুড়োহুড়ি হবে, চেঁচামেচি হবে, পুলিশ মৃদু লাঠিচার্জ করবে... তবেই না হবে ফুটবল দেখার আসল মজা। তবে রবিবার এগুলো কিছু না হলেও উল্লেখযোগ্য দর্শক কিন্তু এসেছে স্টেডিয়ামে। কেন এসেছে? কারণ বাংলাদেশ মহিলা দলের ফুটবলারদের জাদুমাখা নৈপুণ্য। তাদের পারফর্মেন্সই চুম্বকের মতো দর্শকদের টেনে এনেছে মাঠে। বহুবছর ধরে এমনটি দেখা যায় না। অথচ একসময় আন্তর্জাতিক ম্যাচ তো বটেই, ক্লাব পর্যায়েই হরহামেশা দেখা যেত এই দৃশ্য। কিন্তু সময়ের পরিক্রমায় ফুটবলের জোয়ারে পরিলক্ষিত হয় ভাটা। দর্শকরা হয়ে পড়েন স্টেডিয়ামবিমুখ। অবস্থা এমনই দাঁড়ায় যে, বিনা টাকায় খেলা দেখার ঘোষণা দিয়েও দর্শক আনা যায় না মাঠে। এর কারণ একটাই জাতীয় দলের নিম্নগামী পারফর্মেন্স। এমনিতেই তারা খুব বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পায়। যাও খেলে অল্পবিস্তর, সেগুলোতেও হতাশাজনক ফল। তবে ধীরে ধীরে সে সমস্যা কাটিয়ে উঠছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তবে পুরুষ দল নয়, নারী ফুটবল দল। রবিবার কমলাপুর স্টেডিয়ামে দেখা গেছে প্রচুর নারী দর্শকের সমাগম। গ্যালারিতে দর্শকরা নিয়ে এসেছেন বাংলাদেশের ছোট-বড়-মাঝারি আকারের পতাকা। বাজিয়েছেন ভুভুজেলা বাঁশি। বাজিয়েছেন হাততালি। দিয়েছেন গলা ফাটটানো গগনবিদারী স্লোগান, ‘জয় বাংলা। বাংলাদেশ, বাংলাদেশ।’ মজার এক দৃশ্যও দেখা গেছে। ড্রামের বাজনার সঙ্গে এক বুড়ো চাচা দুই হাতে বনবন করে লাঠি ঘোরাচ্ছেন অপূর্ব দক্ষতায়। তাদের সমস্ত আনন্দ-আয়োজন মাটি হতে দেয়নি মারিয়ারা। ভারতকে ১-০ গোলে হারিয়ে জিতে নেয় বহু কাক্সিক্ষত ট্রফিটি। ছোটনের শিষ্যাদের খেলায় এতটাই মুগ্ধ হয়েছে দর্শক, খেলা শেষ হওয়ার পরও গ্যালারি ছাড়েনি তারা।
×