ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে গৌরবময় রেকর্ড বার্সিলোনার আর্জেন্টাইন তারকার, এখনই হাল ছাড়তে নারাজ রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান

বছরের শেষটা রঙিন করে খুশি মেসি

প্রকাশিত: ০৬:০৩, ২৫ ডিসেম্বর ২০১৭

বছরের শেষটা রঙিন করে খুশি মেসি

স্পোর্টস রিপোর্টার ॥ এরচেয়ে সুখের বোধকরি আর কিছুই হতে পারে না। শিরোপা পুনরুদ্ধার হতে চলেছে। তাও আবার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে নাজেহাল করে। এর সঙ্গে যোগ হয়েছে নতুন বছরের আগমন। ২০১৮ ইংরেজী বছর শুরু হওয়ার আগে স্প্যানিশ লা লিগায় রিয়াল মাদ্রিদকে ৩-০ গোলে বিধ্বস্ত করেছে বার্সিলোনা। অসাধারণ এই জয় দিয়েই ২০১৭ সাল শেষ করেছে কাতালানরা। এখন বড়দিনের উৎসব ও নতুন বছরকে স্বাগত জানানোর পালা। বার্সার জয়ে সবচেয়ে বড় ভূমিকা রাখা লিওনেল মেসিও তাই বেজায় খুশি। শনিবারের দারুণ জয়ে লা লিগায় বর্তমান চ্যাম্পিয়ন জিনেদিন জিদানের দল সঙ্গে ১৪ পয়েন্টের ব্যবধান নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছে বার্সিলোনা। বর্তমানে বার্সিলোনার পয়েন্ট ১৭ ম্যাচে ৪৫। ৯ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে এ্যাটলেটিকো মাদ্রিদ। তৃতীয় স্থানে থাকা ভালেন্সিয়ার পয়েন্ট ৩৪। এক ম্যাচ কম খেলে ৩১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে চ্যাম্পিয়ন রিয়াল। এই ম্যাচে এক গোল করায় লা লিগায় রিয়ালের বিরুদ্ধে মেসির গোল দাঁড়িয়েছে ১৭টি। স্পেনের শীর্ষ লীগে রিয়ালের বিপক্ষে কোন খেলোয়াড়ের এটি সর্বোচ্চ গোল। দুর্দান্ত এই জয়ের পর সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে এক পোস্টে পাঁচবারের বর্ষসেরা ফুটবলার মেসি লিখেন, ‘এল ক্লাসিকোতে গুরুত্বপূর্ণ একটি জয় দিয়ে বছর শেষ করতে পারাটা অসাধারণ।’ মেসির প্রিয় প্রতিপক্ষই যেন রিয়াল। আর প্রিয় মঞ্চ এল ক্লাসিকো। ক্লাসিকোর ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা আগেই হয়েছিলেন তিনি। এবার গড়েছেন আরেকটি রেকর্ড। রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে সর্বোচ্চ গোল করার কীর্তি। ২০০৪ সালের অক্টোবরে স্পেনের শীর্ষ লীগে বার্সিলোনার জার্সিতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলা শুরু করেন মেসি। এখন পর্যন্ত লস ব্লাঙ্কোসদের বিরুদ্ধে লা লিগায় ১৭ গোল করেছেন কিং লিও। আর কোন খেলোয়াড় লা লিগায় রিয়ালের বিপক্ষে এত গোল করতে পারেননি। সবমিলিয়ে এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে ২৫ গোল করেছেন মেসি। অন্যদিকে চলতি মৌসুমে লা লিগায় ১৭ ম্যাচে তিনি করেন ১৪ গোল। সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে ২৫ ম্যাচে ১৮ গোল করেছেন। রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করা মেসি একইদিন ২০১৭ সালে ৫০ গোলের মাইলফলক স্পর্শ করেন। লীগের এখন মাঝপথ। ১৭টি করে ম্যাচ খেলে ফেলেছে বেশিরভাগ দল। এরই মধ্যে লীগ শিরোপা পুনরুদ্ধারের পথে নিজেদের অনেকটাই এগিয়ে নিয়েছে বার্সা। এখন বার্সা পা না হড়কালে এই মৌসুমে রিয়ালের শিরোপা ধরে রাখা প্রায় অসম্ভব। তবে এখনই হাল ছাড়তে নারাজ রিয়াল বস জিনেদিন জিদান। রিয়ালের কোচ জানিয়েছেন, শেষ পর্যন্ত লড়াইটা চালিয়ে যাবে তার দল। ক্লাসিকোতে নিজেদের মাঠে প্রথমার্ধ ভাল খেললেও দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের কাছে পাত্তাই পাননি রোনাল্ডো-রামোসরা। গত কয়েক মৌসুম ধরেই এল ক্লাসিকো জেতা দলই শেষ পর্যন্ত শিরোপা জিতেছে। তবে রিয়ালের শিরোপা স্বপ্নটা এখনই ছাড়তে রাজি নন জিজু। ফরাসী এই কিংবদন্তি বলেন, এখনও লীগ শেষ হয়ে যায়নি। আমাদের হাল ছেড়ে দিলে চলবে না। এখন ছুটির সময়, সেটা আমাদের উপভোগ করা উচিত। মাঠের সমীকরণটা আপাতত না ভাবলেও চলবে। ছেলেরা পরিবার-পরিজনদের নিয়ে সময়টা কাটাক। এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদ হেরে গেলেও শিরোপার দৌড় থেকে নিজেদের সরিয়ে নিচ্ছেন না জিদান। ১৯৯৮ সালের বিশ্বকাপ জয়ী তারকা বলেন, আমরা পাগল হয়ে যায়নি। মানছি শিরোপা ধরে রাখাটা কষ্টকর, তবে লড়াই চালিয়ে যাওয়ার বিকল্প নেই। অনেক কিছুর ওপর আমাদের হাত থাকে না। এটাই ফুটবল। মেনে নেয়া ছাড়া আপাতত কোন উপায় নেই। জিদান আরও বলেন, ম্যাচটা নিয়ে আমার কোন অনুশোচনা নেই। প্রথমে গোল পেলে শেষটা ভিন্ন রকম হতে পারত। আমরা ভাল ফুটবল খেলতে পারিনি। বিশেষ করে দ্বিতীয়ার্ধে আমাদের রক্ষণভাগের দুর্বলতা ফুটে উঠেছে। তবে কোন কিছু পরিবর্তন করার দরকার নেই। সামনে এগিয়ে যেতে হবে।
×