ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

যুবাদের ভাল খেলার মন্ত্র শোনালেন মাশরাফি

প্রকাশিত: ০৬:০২, ২৫ ডিসেম্বর ২০১৭

যুবাদের ভাল খেলার মন্ত্র শোনালেন মাশরাফি

মঙ্গলবার নিউজিল্যান্ডের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ অনুর্ধ-১৯ ক্রিকেটাররা, যুব বিশ্বকাপ শুরু ১৩ জানুয়ারি, আগেভাগেই সেখানে যাচ্ছে যুবারা, কন্ডিশন, উইকেট; সবকিছুর সঙ্গে নিজেদের মানিয়ে নিতেই, রবিবার দলের ক্রিকেটারদের টিপস দিলেন মাশরাফি, অনুশীলন শেষে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের একাডেমি ভবনে যুবাদের সঙ্গে সফর নিয়ে আলোচনা করেন তিনি স্পোর্টস রিপোর্টার ॥ এবার অনুর্ধ-১৯ ক্রিকেট বিশ্বকাপে শিরোপা জিততে চায় বাংলাদেশ। কিন্তু তা কী এত সহজ! এবার বিশ্বকাপের খেলাগুলো হবে নিউজিল্যান্ডে। কন্ডিশন, উইকেট বিবেচনায় কঠিন। কিন্তু বাংলাদেশ যুব ক্রিকেটারদের মনে আছে বিশ্বাস। এর সঙ্গে যুক্ত হচ্ছে মাশরাফি বিন মর্তুজার উপভোগের মন্ত্র। যে উপভোগের মন্ত্র রবিবার যুব ক্রিকেটারদের শুনিয়েছেন মাশরাফি। মঙ্গলবার বিশ্বকাপ খেলতে নিউজিল্যান্ডের পথে উড়াল দেবে বাংলাদেশ অনুর্ধ-১৯ দলের ক্রিকেটাররা। বিশ্বকাপ শুরু হবে ১৩ জানুয়ারি। আগেভাগেই সেখানে যাচ্ছে যুবারা। কন্ডিশন, উইকেট; সবকিছুর সঙ্গে নিজেদের আগেভাগে মানিয়ে নিতেই এমন সিদ্ধান্ত। রবিবার অনুর্ধ-১৯ দলের ক্রিকেটারদের মাশরাফিও টিপস দিয়ে দিলেন। অনুশীলন শেষে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের একাডেমি ভবনে যুব ক্রিকেটারদের সঙ্গে সফর নিয়ে আলোচনা করেন মাশরাফি। সেখানেই সফরে গিয়ে উপভোগ করার কথা জানান মাশরাফি। যুব ক্রিকেটারদের ছোট্ট একটি ক্লাসও নেন। সফর নিয়ে পরামর্শও দেন। যুব দলের অধিনায়ক সাইফ হাসানই যেমন বলেছেন, ‘মাশরাফি ভাই আমাদের অনেক অনুপ্রেরণা দিয়েছেন। সেখানে কিভাবে খেলতে হবে। কি করতে হবে তার কিছু ধারণা দিয়েছেন। তার মতো খেলোয়াড়দের থেকে অনুপ্রেরণা পাওয়া অনেক বড় ব্যাপার। তিনি আমাদের খেলাটা উপভোগ করতে বলেছেন। স্বাধীনভাবে নিজের মতো ক্রিকেট খেলতে বলেছেন।’ বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বলেন, ‘আমি ওদের মনের আনন্দে ক্রিকেট খেলতে বলেছি। ওরা যত স্বাধীনভাবে খেলবে, আনন্দ নিয়ে খেলবে, তত ওদের জন্য ভাল হবে।’ যুব বিশ্বকাপের গত আসর বাংলাদেশে হয়েছিল। সেমিফাইনালে খেলার পর তৃতীয় হয়েছিল বাংলাদেশ। এবার দলটির লক্ষ্য শিরোপা জেতা। নিউজিল্যান্ডে আগামী বছর ১৩ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে যুব বিশ্বকাপ। এবার বাংলাদেশ রয়েছে গ্রুপ-সি’তে। বাংলাদেশের সঙ্গে এই গ্রুপে আছে ইংল্যান্ড, কানাডা, নামিবিয়া। ১৩ জানুয়ারি নামিবিয়ার বিপক্ষে, ১৫ জানুয়ারি কানাডার বিপক্ষে এবং ১৮ জানুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে গ্রুপপর্বে লড়াই করবে বাংলাদেশ। পয়েন্ট তালিকায় সেরা দুইয়ে থাকতে পারলেই খেলবে সুপারলীগ কোয়ার্টার ফাইনাল। গ্রুপপর্ব অতিক্রম করার পর সুপারলীগ কোয়ার্টার ফাইনালে খেলতে হবে বাংলাদেশকে। সুপারলীগ কোয়ার্টার ফাইনাল জিতলে সুপারলীগ সেমিফাইনালে খেলবে। সেমিফাইনাল জিতলে খেলবে ফাইনাল। এরপর ফাইনাল জিতলে চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ। নিউজিল্যান্ডের মতো কন্ডিশনে সেই পথ পাড়ি দেয়া অবশ্য অনেক কঠিন। তবে অসম্ভব কিছু নয়। মাশরাফি যেমন বলেছেন, ‘ওদের অনুশীলন বা কঠোর পরিশ্রম করার সময়টা পার হয়ে গেছে। সেটা ধরেন লাস্ট দেড় বছর বা দুই বছর ধরে ওরা যে হার্ড ওয়ার্কটা করেছে সেটাই এখন ওরা মাঠে এ্যাপলিকেশন করবে। সো হার্ড ওয়ার্কের কথা বলে লাভ নেই। যেটা বলেছি মেন্টালি স্ট্রং থাকতে। কারণ ওখানে যেয়ে চিন্তা করতে পারে ওয়েদার কন্ডিশন সবকিছু আমাদের বিরুদ্ধে। আমাদের ন্যাশনাল টিম যখন যায় এটাই নরমাল থাকে। ওদের বলেছি মনের আনন্দে ক্রিকেট খেলতে। অ-১৯ এমন একটা সময় আমি বুঝি ওদের যত ফ্রি ক্রিকেট খেলবে যত এনজয় করবে রাদার দ্যান চিন্তা করা আমাদের সেমিফাইনালে যেতে হবে বা বিশ্বকাপ জিততে হবে এই প্রেসারটা ওদেরকে না দেয়া। ওরা যেন ফ্রি ক্রিকেট খেলতে পারে এটাই ওদের বলেছি।’ সঙ্গে যোগ করেন, ‘আমি আগেও বললাম ওদের, যদি আমাকে ওদের পারফর্মেন্স রেট করতে বলেন স্টিল ওরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছে। সো ওরা মাঠে হার্ডওয়ার্ক করবে, মাঠে হান্ড্রেড পারসেন্ট ক্রিকেট খেলবে, এতটুকুই এক্সপেক্টেশন আমাদের থাকা উচিত। কারণ, ওরাই চার বছর পরে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে। সো এখন যেন ওরা মনের আনন্দে খেলে এবং যেটা শেখার প্রয়োজন ভাল পারফর্মেন্স করার জন্য এটা যেন শিখতে পারে। এটা মেক শিউর করাটা ইম্পরট্যান্ট, রাদার দ্যান ওরা ওখানে গিয়ে কাপ জিতলো বা কি করলো এটা আমার কাছে ইম্পরট্যান্ট না। ইম্পরট্যান্ট হলো ওরা কি শিখছে এবং ওই ফিলিংসটা ওদের আছে কি না যে ওরা বাংলাদেশের হয়ে খেলছে এবং সেরাটা খেলছে। পারসোনালি বা ওরা পার্টিকুলারলি ওরা কি পারফর্ম করছে এটা আমার কাছে অত ইম্পরট্যান্ট না।’ সাইফ বললেন, ‘সবমিলিয়ে আমাদের প্রস্তুতিটা খুবই ভাল। শেষ এশিয়া কাপ খেলে এসেছি। সবার মোটিভেশন লেভেল খুব ভাল। আমরা খুব ভাল ম্যাচ খেলে এসেছি। এখানে এসেও আমরা দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছি এইচপি দলের বিপক্ষে। বিকেএসপিতে খুব ভাল ম্যাচ হয়েছে। সবমিলিয়ে প্রস্তুতি খুবই ভাল। আমাদের একটা এডভান্টেজ আছে, আমরা নিউজিল্যান্ডে আগে যাচ্ছি। যতটুকু সম্ভব ওখান থেকে নেয়া।’
×