ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সৈয়দপুর কারিগরি কলেজ শিক্ষার বাতিঘর ॥ গণশিক্ষামন্ত্রী

প্রকাশিত: ০৫:৩৮, ২৫ ডিসেম্বর ২০১৭

সৈয়দপুর কারিগরি কলেজ শিক্ষার বাতিঘর ॥ গণশিক্ষামন্ত্রী

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান এমপি বলেছেন, সৈয়দপুর সরকারী কারিগরি কলেজ শিক্ষার বাতিঘর হিসেবে আলো ছড়াচ্ছে। তাই এ শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা নিয়ে অনেকেই আজ নামীদামী চিকিৎসক, প্রকৌশলী, সামরিক বড় কর্মকর্তা হয়েছেন। তিনি রবিবার দুুপুরে নীলফামারীর সৈয়দপুর সরকারী কারিগরি কলেজের দুই দিনব্যাপী সুবর্ণজয়ন্তী উদ্যাপন উৎসবের দ্বিতীয় দিনের আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্যে এ কথাগুলো বলেন। সুবর্ণজয়ন্তী উদ্যাপন কমিটির সভাপতি ও কলেজের অধ্যক্ষ শাহ্ মোঃ আমির আলী আজাদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য দেন নির্মাণাধীন পদ্মা সেতু’র প্রধান সমন্বয়ক, সৈয়দপুরের কৃতী সন্তান ও কলেজের প্রাক্তন শিক্ষার্থী মেজর জেনারেল আবু সাঈদ মোঃ মাসুদ, প্রাক্তন ছাত্র প্রকৌশলী জুলফিকার আলী বকুল, প্রফেসর ডাঃ মোঃ নজরুল ইসলাম, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এ্যান্ড অপারেশন) আবুল কালাম সিদ্দিক, প্রকৌশলী ড. মঞ্জুরুল হক, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোখছেদুল মোমিন, জেলা প্রশাসক খালেদ রহীম, পুলিশ সুপার জাকির হোসেন খান। মাগুরার স্কুলের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান শুরু নিজস্ব সংবাদদাতা মাগুরা থেকে জানান, শ্রীপুর উপজেলার হাট দ্বারিয়াপুর সম্মিলনী হাইস্কুলের সুবর্ণজয়ন্তী উপলক্ষে দুদিনব্যাপী অনুষ্ঠান রবিবার থেকে শুরু হয়েছে । এ উপলক্ষে সকালে র‌্যালি বের করা হয় । র‌্যালিটি বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে পুনরায় বিদ্যালয়ে এসে শেষ হয়। হাট দ্বারিয়াপুর সম্মিলনী বিদ্যালয় এলামনাই এ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠানের উদ্বোধন করেন এমপি মেজর জেনারেল (অব) এটিএম আব্দুল ওয়াহহাব। এলামনাই এ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যক্ষ নিজামউদ্দিন আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুমার কুন্ডু।
×