ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বরিশালে কোচিং বাণিজ্য বন্ধের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ০৫:৩৭, ২৫ ডিসেম্বর ২০১৭

বরিশালে কোচিং বাণিজ্য বন্ধের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় কোচিং বাণিজ্য বন্ধ করাসহ শ্রেণীকক্ষে ভাল পাঠদান করানোর দাবিতে সমাবেশ, মানববন্ধন কর্মসূচী শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। রবিবার সকাল দশটায় নগরীর সদররোডে শিশু সংগঠন ‘খেলাঘর’ এর আয়োজনে সমাবেশ ও মানববন্ধন শেষে সংগঠনের সভাপতি জীবন কৃষ্ণ দে’র সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা কাজী মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক কাজী সেলিনা, জেলা মহিলা পরিষদের সভানেত্রী রাবেয়া খাতুন প্রমুখ এসময় বক্তারা কোচিং-বাণিজ্য বন্ধ করার জন্য আইনগত জোরালো দায়িত্ব পালনের জন্য জেলা প্রশাসকের প্রতি অনুরোধ জানান। পাশাপাশি নগরীর সুশীল সমাজসহ সমাজের সর্বস্তরের জনগণ ও অভিভাবকদের এ বিষয়ে আরও সোচ্চার হয়ে এগিয়ে আসার জন্য আহ্বান জানানো হয়। শেষে জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়।
×