ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পাবিপ্রবি রেজিস্ট্রার ভবনে তালা দিয়ে বিক্ষোভ

প্রকাশিত: ০৫:৩৬, ২৫ ডিসেম্বর ২০১৭

পাবিপ্রবি রেজিস্ট্রার ভবনে তালা দিয়ে বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ২৪ ডিসেম্বর ॥ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) নীতিমালা সংশোধনের দাবিতে রেজিস্ট্রার ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ করছেন কর্মচারীরা। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। বিক্ষুব্ধ কর্মচারীরা পরে ৫ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেন। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্মচারী পরিষদের সভাপতি জামসেদ হোসেন পলাশ বলেন, বিশ্ববিদ্যালয়ে কর্মরত কর্মচারীরা দীর্ঘদিন ধরে নীতিমালা সংশোধনের জন্য দাবি করে আসছিল। দাবির প্রেক্ষিতে চলতি বছরের ২১ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আল নকীব চৌধূরী তাৎক্ষণিক ট্যুরিজম এ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ড. কামরুজ্জামানকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করেন। এই বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে নীতিমালা আপগ্রেডেশনের জন্যে বলা হলেও ড. কামরুজ্জামান অজ্ঞাত কারণে কোন কাজ করছেন না। উল্টো কর্মচারীদের সঙ্গে শিক্ষকরা একের পর এক খারাপ আচরণ করে চলেছেন। কর্মচারীদের সকল নীতিমালা সংশোধনের দাবিতে আমাদের আজকের এই কর্মসূচী। ইতোমধ্যেই কয়েক কর্মচারীকে আপগ্রেডেশন দেয়া হয়েছে সম্পূর্ণ নীতিমালা বহির্ভূতভাবে। আমরা নীতিমালা সংশোধন করে সকল কার্যক্রম পরিচালনার জন্যে দাবি করে আসছি। এ সময় বিক্ষুব্ধ কর্মচারীরা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে দুই ঘণ্টা পর তালা খুলে দিয়ে ৫ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়। দাবিগুলোর মধ্যে নীতিমালা কমিটির আহ্বায়ক ড. কামরুজ্জামানের সকল প্রশাসনিক দায়িত্ব থেকে অপসারণ, কর্মচারীদের নীতিমালা শতভাগ বাস্তবায়ন, কর্মচারীদের প্রতি অবজ্ঞা অবহেলা করা হলে দোষী ব্যক্তিদের শাস্তিসহ ৫ দফা দাবি করা হয়। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল আলীম বলেন, নীতিমালা সংশোধন কমিটির আহ্বায়ক ড. কামরুজ্জামানের দ্বিমুখী নীতির জন্যে তার সকল প্রশাসনিক দায়িত্ব থেকে অব্যাহতি দাবি করি। একই সঙ্গে আমাদের নীতিমালা সংশোধনের জন্য জোর দাবি জানাচ্ছি। এ প্রসঙ্গে কর্মচারীদের নীতিমালা কমিটির আহ্বায়ক ও ট্যুরিজম এ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ড. কামরুজ্জামান বলেন, কর্মচারীদের ভেতর একটি অংশ দাবি করে আসছেন যেভাবে আছে নীতিমালা সেভাবেই থাকবে। অপরদিকে অপর একটি অংশ এই দাবিতে তালা ঝুলিয়ে বিক্ষোভ করছেন।
×