ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পাথরঘাটায় যুবদলের দুই গ্রুপে সংঘর্ষ ॥ আহত ৩

প্রকাশিত: ০৫:৩৬, ২৫ ডিসেম্বর ২০১৭

পাথরঘাটায় যুবদলের দুই গ্রুপে সংঘর্ষ ॥ আহত ৩

সংবাদদাতা, পাথরঘাটা, বরগুনা, ২৪ ডিসেম্বর ॥ বরগুনার পাথরঘাটায় যুব দলের দুই গ্রুপের মারামারির সময় বিএনপি অফিসের আসবাবপত্র ভাংচুর করা হয়েছে। শনিবার রাত ৮টার দিকে পাথরঘাটা থানা সংলগ্ন বিএনপি অফিসের মধ্যে এ ঘটনা ঘটে। এ সময় যুবদলের তিন নেতা গুরুতর আহত হয়। আহতদের পাথরঘাটা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তিরা হলেন, পৌর যুবদলের যুগ্ন-আহ্বায়ক ফোরকান হোসেন, পাথরঘাটা উপজেলা তারেক পরিষদের সাধারণ সম্পাদক আঃ আউয়াল ও উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ জামাল হোসেন।জানা যায়, বহুদিন যাবত পাথরঘাটায় যুবদলের কমিটি নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্ব চলছে। বিএনপির সিনিয়র নেতারা এ নিয়ে কয়েক দফা বৈঠকের পর কমিটির সাধারণ সম্পাদকের পদ ছাড়া স্থানীয় নেত্রীবৃন্দের সাঙ্গে সকল পদের সমঝোতা হয়। সাধারণ সম্পাদক পদ নিয়ে আঃ আউয়াল ও জামাল হোসেনের মধ্যে বিরোধের জের ধরে যুবদল দুইভাগে বিভক্ত হয়ে পড়ে। মাতৃমৃত্যু রোধে সভা নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ২৪ ডিসেম্বর ॥ ‘পরিকল্পিত পরিবার গড়ি, মাতৃমৃত্যু রোধ করি’ এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে জেলায় পরিবারকল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন। এসময় তিনি পরিকল্পিত পরিবার গড়তে বাল্যবিবাহ রোধ, জন্মনিয়ন্ত্রণমূলক পদ্ধতি ব্যবহারের পাশাপাশি অন্যান্য দিক দিয়েও সচেতনতা সৃষ্টি করতে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা ও মাঠ পর্যায়ের কর্মীদের দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করেন। পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডাঃ পীযুষ চন্দ্র সূত্রধরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ রেজাউল করিম। টিফিন বক্স প্রদান নিজস্ব সংবাদদাতা, কেশবপুর, ২৪ ডিসেম্বর ॥ রবিবার সকালে উপজেলার বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাঝে টিফিন বক্স বিতরণ করা হয়েছে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক তাঁর নিজস্ব তহবিল থেকে বাচ্চাদের দুপুরে খাবারের জন্য টিফিন বক্স প্রদান করেন। তিনি বলেন, শিশুদের টানা স্কুলে থাকতে হয়। তাই বাচ্চারা দুপুরে কিছু খেলে তাদের পড়ালেখায় মন বসবে। এ কারণেই টিফিন বক্স দেয়া হচ্ছে। শিক্ষকদের বলেন, সরকার আপনাদের মাইনে দিচ্ছে। ঠিকমতো দায়িত্ব পালন করবেন। কোন ছেলে মেয়ে যেন ফেল না করে।
×