ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভাস্কর্য থেকে নারী মুক্তিযোদ্ধা বাদ দেয়ায় তাড়াইলে মানববন্ধন

প্রকাশিত: ০৫:৩৫, ২৫ ডিসেম্বর ২০১৭

ভাস্কর্য থেকে নারী মুক্তিযোদ্ধা বাদ দেয়ায় তাড়াইলে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ২৪ ডিসেম্বর ॥ জেলার তাড়াইল উপজেলায় ৭১ নামের ভাস্কর্যে তিনজন সশস্ত্র মুক্তিযোদ্ধার মধ্যে দু’জন পুরুষ ও একজন নারীর অবয়ব তুলে ধরার কথা ছিল। কিন্তু স্থানীয় ধর্মান্ধ গোষ্ঠীর চাপের মুখে নক্সায় থাকলেও ভাস্কর্য থেকে নারীকে বাদ দেয়া হয়েছে। এ ঘটনায় ক্ষোভে ফুঁসছে কিশোরগঞ্জের নারীরা। এমন নারীবিদ্বেষ ঘটনার প্রতিবাদে রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষুব্ধ নারীরা মানববন্ধন পালন করাসহ ডিসির মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। এ সময় বক্তৃতা করেন জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি এ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, জেলা মহিলা পরিষদের সভানেত্রী এ্যাডভোকেট মায়া ভৌমিক, সাধারণ সম্পাদক আতিয়া হোসেন, যুগ্ম সম্পাদক বিলকিছ বেগম প্রমুখ। এ সময় বিভিন্ন নারী সংগঠনের নেত্রীসহ নানা শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের ভাস্কর্য থেকে নারী মুক্তিযোদ্ধার প্রতিকৃতি ভেঙ্গে পুরুষে রূপান্তরে আমরা বিস্মিত। এটা কিছুতেই মেনে নেয়া যায় না। আমরা ওই ভাস্কর্যে নারী মুক্তিযোদ্ধার প্রতিকৃতি প্রতিস্থাপনের জোর দাবি জানাচ্ছি।
×