ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিজয় দিবসের অনুষ্ঠানে অনুপস্থিত

নাটোরে ১২ কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিস

প্রকাশিত: ০৫:৩৪, ২৫ ডিসেম্বর ২০১৭

নাটোরে ১২ কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিস

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ২৪ ডিসেম্বর ॥ মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধে আত্মাহুতিদানকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পুষ্পাঞ্জলি প্রদান অনুষ্ঠানে উপস্থিত না হওয়ায় নাটোরের বাগাতিপাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের ১০ কর্মকর্তাসহ মোট ১২ কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিস জারি করেছেন বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানু। রবিবার দুপুরে এ সংক্রান্ত নোটিস সংশ্লিষ্ট দফতরে প্রেরণ করা হয়। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানু গত ২০ ডিসেম্বর শহীদদের প্রতি অবমাননার অভিযোগ এনে ওই নোটিসে স্বাক্ষর করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানু ও সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদ্যাপন করতে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বাগাতিপাড়া উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযুদ্ধে আত্মাহুতিদানকারী বীর শহীদদের প্রতি পুষ্পাঞ্জলি অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানোর আয়োজন করা হয়। কিন্তু নির্দিষ্ট সময়ে বীর শহীদদের শ্রদ্ধা জানানোর সময় অনুপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের ১০ কর্মকর্তা ও ২টি ফাউন্ডেশনের কর্মকর্তা। অনুষ্ঠানে অনুপস্থিত থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা না জানানো শহীদদের অবমাননার শামিল উল্লেখ করে নোটিস প্রাপ্তির ৫ দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয় ওই নোটিসে। অভিযুক্ত ১২ কর্মকর্তারা হলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আমিনুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা ফাইজুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহাদ আলী, পল্লী উন্নয়ন কর্মকর্তা নির্মল কুমার মন্ডল, প্রকল্প কর্মকর্তা (পজেপ) আনোয়ার হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন, সমবায় কর্মকর্তা আকরাম হোসেন, জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী প্রশান্ত কুমার, দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন কর্মকর্তা জাকির হোসেন, বন কর্মকর্তা জাহেদুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার রুহুল কুদ্দুস রুহী।
×