ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পর্যটন শিল্পের বিকাশে এগিয়ে আসুন ॥ মেনন

প্রকাশিত: ০৫:৩২, ২৫ ডিসেম্বর ২০১৭

পর্যটন শিল্পের বিকাশে এগিয়ে আসুন ॥ মেনন

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ পর্যটন শিল্পের বিকাশে বেসরকারী খাতকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে এক্ষেত্রে বেসরকারী বিনিয়োগ ও মানসিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। তিনি রবিবার দুপুরে বগুড়ায় নবনির্মিত পাঁচ তারকা হোটেলে মম ইন’র উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বগুড়া-রংপুর মহাসড়কের পাশে বেসরকারী সংস্থা টিএমএসএস সংলগ্ন এলাকায় এই হোটেলের উদ্বোধনী অনুষ্ঠানে বিমান ও পর্যটন মন্ত্রী বলেন, বগুড়া বিমানবন্দর চালু করতে সিভিল এভিয়েশন দ্রুত প্রয়োজনীয় জরিপ ও রানওয়ে সম্প্রসারণে জমি অধিগ্রহণে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। মন্ত্রী বলেন, বাজেট বরাদ্দের ক্ষেত্রে দেশে পর্যটন এখনও নিচের দিকে অবস্থান করছে। শিক্ষা সামাজিক নিরাপত্তাসহ অন্যান্য খাত বাজটে স্বাভাবিকভাবেই অগ্রাধিকার পেয়ে থাকে। আমাদের দেশে পর্যটন শিল্প বিকাশের মাধ্যমে দেশেরে অর্থনৈতিক ভিতকে মজবুত করার সুযোগ রয়েছে। বিশ্বের অনেক দেশেই তাদের পর্যটন শিল্পকে অগ্রাধিকার দিয়ে থাকে। আমাদের দেশে এই শিল্পের বিকাশ অত্যন্ত সম্ভাবনাময়। অনেক আরব দেশ এদেশের পর্যটন শিল্প বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে। ইতোমধ্যে সরকার এক্সক্লুসিভ পর্যটন জোন তৈরির উদ্যোগ নিয়েছে। দেশের পর্যটন শিল্পের বিকাশ হলে অর্থনৈতিক সমৃদ্ধিও ঘটবে। টিএমএস’র নির্বাহী পরিচালক ডাঃ হোসনে আরা বেগমের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে ট্যুরিজম বোর্ডের অতিরিক্ত সচিব নাসির উদ্দিন, বেসরকারী বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইমরান, বগুড়া জেলা প্রশাসক নুরে আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার সরাতন চক্রবর্তী প্রমুখ বক্তব্য রাখেন।
×