ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জাজিরার মুলনা ইউপি নির্বাচন

নৌকার প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ

প্রকাশিত: ০৫:৩২, ২৫ ডিসেম্বর ২০১৭

নৌকার প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর, ২৪ ডিসেম্বর ॥ জাজিরা উপজেলার মুলনা ইউনিয়ন পরিষদ নির্বাচন ব্যাপক উৎসাহ উদ্দীপনায় জমে উঠলেও নৌকার প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ উঠেছে। সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কিত বিদ্রোহী প্রার্থী। স্থানীয় সরকার নির্বাচনে আচরণবিধির উপেক্ষা করে স্থানীয় সংসদ সদস্য নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নুরুল আমিন হাওলাদার (আনারস)। অবশ্য নৌকার প্রার্থী রেজাউল করিম সেলিম সিকদার আচরণবিধি ভঙ্গের কথা সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন। রিটার্নিং অফিসার বলছেন, এ বিষয়ে কোন লিখিত অভিযোগ পাইনি। জানা গেছে, আগামী ২৮ ডিসেম্বর জাজিরা উপজেলার মুলনা ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে আওয়ামী লীগের নৌকার প্রার্থী রেজাউল করিম সেলিম সিকদার ও বিদ্রোহী প্রার্থী নুরুল আমিন হাওলাদার (আনারস মার্কা) উভয়ই পাসের ক্ষেত্রে শত ভাগ নিশ্চিত। তারা উভয়ই উভয়ের বিরুদ্ধে ভোট কেটে নেয়া, ভোটারদের হুমকি ধমকি দেয়ার অভিযোগ করছেন। তারা সকলেই সুষ্ঠু ভোট গ্রহণের দাবি জানিয়েছেন প্রাশাসনের প্রতি। এ নির্বাচনে শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি উপেক্ষা করে এলাকায় নৌকার পক্ষে ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ করে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন নুরুল আমিন হাওলাদার। ইতোমধ্যে এমপি বিএম মোজাম্মেল হক ছোট মুলনা হামেদ মাদবরের বাড়ি, ফারুক হোসেন মাওলানার বাড়ি, হাসেম মাদবরের বাড়ি, নগর বোয়ালিয়া প্রাইমারী স্কুল, গঙ্গানগর বাজারের নিকট বাবুল ঢালির বাড়ি, মিরাশা ফজলু মাদবরের বাড়ি, লাউখোলা শাহ আলম সরদারের কিন্ডার গার্টেনে রায়ের কান্দি জলিল মাদবরের বাড়ি নির্বাচনী সভা করে নৌকার প্রার্থীর জন্য ভোট চেয়েছেন। সেখানে তিনি বিভিন্ন ব্রিজ কালভার্ট গ্রামীণ সড়ক উন্নয়নের জন্য প্রতিশ্রুতি দিয়েছেন বলে অভিযোগ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর। এ বিষয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী নুরুল আমীন হাওলাদার প্রধান নির্বাচন কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার উপ-পরিচালক জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসআই), জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা, শরীয়তপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও মুলনা ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার বরাবরে লিখিত অভিযোগ দাখিল করেন। জাজিরা উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোঃ মঞ্জুর হোসেন খান বলেন, মুলনা ইউনিয়ন পরিষদের নির্বাচনে আচরণবিধি ভঙ্গের বিষয়ে গত ১১ ডিসেম্বর ফরিদপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ নুরুজ্জামান তালুকদার সরেজমিন ঘুরে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আচরণবিধি সংক্রান্ত সভা করেছেন। এরপর আমার কাছে কেউ কোন অভিযোগ করেনি।
×