ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রথম দিনে নাহি এ্যালুমিনিয়ামের দর বেড়েছে ৭৯৭ শতাংশ

প্রকাশিত: ০৫:২৭, ২৫ ডিসেম্বর ২০১৭

প্রথম দিনে নাহি এ্যালুমিনিয়ামের দর বেড়েছে ৭৯৭ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ রবিবার প্রথমদিনে নাহি এ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেলের শেয়ার ১০০ টাকা দিয়ে লেনদেন শুরু হয়। যা দিন শেষে দাঁড়িয়েছে ৮১.৬০ টাকায়। যাতে প্রথম দিনে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৭২.৫০ টাকা বা ৭৯৭ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। বোনাস শেয়ার সমন্বয়ে ৯.১০ টাকা দরের নাহি এ্যালুমিনিয়ামের শেয়ারটি রবিবার সর্বোচ্চ ১২০ টাকায় লেনদেন হয়। আর সর্বনিম্ন ৮০ টাকায় লেনদেন হয়েছে। তবে সর্বশেষ ৮৩ টাকায় লেনদেন হয়েছে। এর মাধ্যমে শেয়ারটির ক্লোজিং প্রাইস দাঁড়িয়েছে ৮১.৬০ টাকায়। আর এই দরে মঙ্গলবার শেয়ারটির লেনদেন শুরু হবে। এদিন কোম্পানিটির ৪৯ লাখ ৪২ হাজার ২৩০টি শেয়ার ৪৭ কোটি ৩০ লাখ টাকায় লেনদেন হয়েছে। এক্ষেত্রে ১৬ হাজার ৯৩৩ বার হাতবদল হয়েছে। এর আগে শেয়ারবাজার থেকে টাকা উত্তোলনের লক্ষ্যে গত ২৪ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত সময়ে কোম্পানির আইপিওতে আবেদন গ্রহণ করা হয়। এক্ষেত্রে চাহিদার ৬২.৩১ গুণ বেশি আবেদন জমা পড়ে। যাতে আইপিও বিজয়ীদের নির্ধারণ করতে ২৩ অক্টোবর লটারির আয়োজন করা হয়। এদিকে নাহি এ্যালুমিনিয়ামের পরিচালনা পর্ষদ ২০১৬-১৭ অর্থবছরের ব্যবসায় গত ২১ নবেম্বর কোম্পানিটির পর্ষদ ১৫ শতাংশ (১০ শতাংশ বোনাস ও ৫ শতাংশ নগদ) লভ্যাংশ ঘোষণা করেছে। আর এই লভ্যাংশ দেয়ার লক্ষ্যে শেয়ারহোল্ডার নির্বাচনের জন্য ১২ ডিসেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়। তবে কোম্পানিটির শেয়ার লেনদেন রেকর্ড ডেটের পরে হওয়ায়, শেয়ারহোল্ডার পরিবর্তনেরও কোন সুযোগ হয়নি। এমতাবস্থায় আইপিও বিজয়ীদের বাধ্যতামূলকভাবেই লভ্যাংশ নিতে হবে। উল্লেখ্য, কোম্পানিটি শেয়ারবাজারে ১ কোটি ৫০ লাখ সাধারণ শেয়ার (প্রতিটি শেয়ার ১০ টাকা করে) ছেড়ে ১৫ কোটি টাকা সংগ্রহ করবে। যা কোম্পানিটির শেয়ার লেনদেনের দিন পাওয়া যাবে। আর এ টাকা ব্যবসা সম্প্রসারণ, নতুন মেশিনারিজ আমদানি, বিল্ডিং নির্মাণ, ঋণ পরিশোধ এবং আইপিও খাতে ব্যয় করা হবে।
×