ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সিমেন্ট খাতের শতভাগ কোম্পানির দর কমেছে

প্রকাশিত: ০৫:২৭, ২৫ ডিসেম্বর ২০১৭

সিমেন্ট খাতের শতভাগ কোম্পানির দর কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত সিরামিক খাতের শতভাগ কোম্পানির শেয়ার দর কমেছে। এদিন লেনদেনের শুরু থেকেই এই খাতে কোম্পানিগুলোর শেয়ারে পতন লক্ষ্য করা যায়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সিরামিক খাতে ৫ কোম্পানির মধ্যে দর কমার শীর্ষে অবস্থান করেছে স্ট্যান্ডার্ড সিরামিক। দিন শেষে শেয়ারটির দর কমেছে ৪ টাকা ৯০ পয়সা। দর কমার দ্বিতীয় অবস্থানে রয়েছে মুন্নু সিরামিক। এদিন দর কমেছে ৪ টাকা ৮০ পয়সা। এরপর যথাক্রমে শাইন পুকুর ৫০ পয়সা, ফু-ওয়াং ৪০ পয়সা এবং আরএকে সিরামিকের ১০ পয়সা শেয়ার প্রতি দর কমেছে।
×