ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বারুয়াখালী ইউনিয়ন শিল্পকলা একাডেমির উদ্বোধন

প্রকাশিত: ০৫:২৫, ২৫ ডিসেম্বর ২০১৭

বারুয়াখালী ইউনিয়ন শিল্পকলা একাডেমির উদ্বোধন

সংস্কৃতি ডেস্ক ॥ ঢাকার নবাবগঞ্জের বারুয়াখালী ইউনিয়ন শিল্পকলা একাডেমির উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার নবাবগঞ্জ বারুয়াখালী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উদ্বোধনী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। বিশেষ অতিথি ছিলেন ঢাকা নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তোফাজ্জল হোসেন, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দীন আহমেদ ঝিলু, নবাবগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জালাল উদ্দিন, নবাবগঞ্জ উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান (মহিলা) এ্যাডভোকেট মরিয়ম জালাল শিমু, নবাবগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির, বান্দুরা হলিক্রস স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ নিপু হিউবার্ড রোজারিও, বারুয়াখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এম হুমায়ুন কবীর এবং বারুয়াখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারফ মোল্লা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবাবগঞ্জ বারুয়াখালী ইউনিয়ন শিল্পকলা একাডেমির সভাপতি ইঞ্জিনিয়ার আরিফুর রহমান শিকদার। শেষে শিল্পকলা একাডেমির পরিবেশনায় এ্যাক্রোবেটিক প্রদর্শনী, সঙ্গীত ও নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়।
×