ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

উদীচীর তিন দিনব্যাপী জাতীয় সাংস্কৃতিক সম্মেলন

প্রকাশিত: ০৫:২২, ২৫ ডিসেম্বর ২০১৭

উদীচীর তিন দিনব্যাপী জাতীয় সাংস্কৃতিক সম্মেলন

সংস্কৃতি ডেস্ক ॥ ‘দ্রোহে বিদ্রোহে বিপ্লবে, গড়ি বিশ্ব সপ্তসুরে’ স্লোগানে আগামী ১৪-১৬ পৌষ ১৪২৪ বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর জাতীয় সাংস্কৃতিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত তিনদিনব্যাপী এ সম্মেলনে সারাদেশ থেকে উদীচীর শিল্পী-কর্মীরা নিজ নিজ অঞ্চলের সমৃদ্ধ সাংস্কৃতিক ভা ার নিয়ে অংশ নেবেন। থাকবে আবহমান বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যবাহী নানা পরিবেশনা। সেখান থেকে নতুন প্রেরণা সঞ্চয় করে নতুন উদ্যোগে অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে লিপ্ত হবে উদীচী। আমাদের দেশে বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন ভাষায় বিকশিত সংস্কৃতির যে অপার ভা ার রয়েছে তার প্রত্যেকটিই এদেশের শ্রমজীবী মেহনতি মানুষের সৃষ্টি। আমাদের সুখে-দুঃখে, হাসি-গানে, ঘুমে জাগরণে, প্রতিটি মুহূর্তে সেই সাংস্কৃতিক শক্তিই অবলম্ব^ন হয়ে থাকে সবসময়। গান ছাড়া নৃত্য-গীত, কথা-কাব্য, সুর ছাড়া এ জাতির কোন মুহূর্ত কাটে না। আমাদের সংগ্রামও এইসব অনুসঙ্গ ছাড়া প্রাণ পাবে না। তাই এইসব শিল্প-সৃষ্টি নিয়েই মেহনতি মানুষকে তার মুক্তির সংগ্রামের নতুন পথ রচনা করতে হবে। উদীচী বিশ্বাস করে বাংলার পলিবিধৌত মাটিতেই নিহিত আছে লড়াইয়ের সর্বোচ্চ প্রেরণা, বিজয়ের মন্ত্রণা। শোষণমুক্ত, বৈষম্যহীন হাসি-গানে মুখরিত বাংলাদেশই উদীচী’র স্বপ্নÑ যেখানে মানুষ তার আপন মর্যাদায় বাঁচবে, মাথা তুলে দাঁড়াবে। প্রসঙ্গত জাতীয় সাংস্কৃতিক সম্মেলন উপলক্ষে আগামীকাল সকালে উদীচী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে উদীচী কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। সংবাদ সম্মেলনে উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন জাতীয় সাংস্কৃতিক সম্মেলন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালার বিষয়ে বিস্তারিতভাবে তুলে ধরবেন।
×