ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রাশিয়ায় নির্বাচনে পুতিনের বিরুদ্ধে লড়বেন নাভালনি

প্রকাশিত: ০৫:১৬, ২৫ ডিসেম্বর ২০১৭

রাশিয়ায় নির্বাচনে পুতিনের বিরুদ্ধে লড়বেন নাভালনি

রাশিয়ার আগামী প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইয়ের জন্য এলেক্সি নাভালনি রবিবার তার নাম দেয়ার চেষ্টা চালান। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নির্বাচনে চ্যালেঞ্জ জানাতেই তিনি এ চেষ্টা চালান। নির্বাচনে তাকে বিরোধী দলীয় একমাত্র নেতা হিসেবে দেখা হচ্ছে। ২০১৮ সালের মার্চ মাসে দেশটির এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। খবর এএফপি’র। খবরে বলা হয়, ৪১ বছর বয়সী এ চৌকস নেতা রাশিয়ার আগামী নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে তার আগ্রহের কথা প্রকাশ করলেও একটি ফৌজদারি অপরাধের কারণে সরকারী কর্মকর্তারা তাকে অযোগ্য বিবেচনা করতে পারে। আফগানিস্তানে বোমায় সাতজন নিহত আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হেলমন্দে রবিবার রাস্তার পাশে রেখে দেয়া বোমা বিস্ফোরণে অন্তত সাতজন নিহত হয়েছে বলে প্রাদেশিক সরকারের মুখপাত্র জানিয়েছেন। মুখপাত্রটি আরও জানান, হেলমন্দ প্রদেশের মারজা জেলায় রাস্তার পাশ দিয়ে একটি মিনিবাস যাওয়ার সময় রবিবার সকালে বোমার আঘাতে এ ঘটনা ঘটে। -সিনহুয়া ও এএফপি
×