ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নারী রোল মডেলদের নিয়ে গল্পসম্ভার

‘শিশুতোষ গ্রন্থ থেকে সুচির নাম বাদ দিন’

প্রকাশিত: ০৫:১৬, ২৫ ডিসেম্বর ২০১৭

‘শিশুতোষ গ্রন্থ থেকে সুচির নাম বাদ দিন’

শশুদের কাছে ২০১৭ সালে সবচেয়ে জনপ্রিয় বইগুলোর মধ্যে একটি হচ্ছে ‘গুড নাইট স্টোরিজ ফর রেবেল গার্লস’। এতে এ্যামেলিয়া ইয়ারহার্ট, মেরি কুরি থেকে হিলারি ক্লিনটন ও সেরেনা উইলিয়ামসসহ কয়েক নারী রোল মডেলের গল্প লেখা হয়েছে। মূলত নারীদের সাফল্যের দিকগুলো ও চ্যালেঞ্জ নিয়েই সাজানো হয়েছে এই গল্পসম্ভার। খবর গার্ডিয়ান অনলাইনের। বড়দিনের অনেক উপহারের মধ্যে গুড নাইট স্টোরিজ ফর রেবেল গার্লস একটি। গ্রন্থটিতে একশ’ নারীর কথা লেখা হয়েছে। যারা নানা প্রতিকূলতার মধ্যে সাফল্যের চূড়ায় উঠতে পেরেছেন। গত বছর যখন গ্রন্থটি লেখা হয় তখন আউং সান সুচিকে এতে যোগ্য বলে মনে করা হয়েছিল। একজন নোবেল পুরস্কার বিজয়ী গণতান্ত্রিক আন্দোলনের লড়াকু নেত্রী হিসেবে তার সম্পর্কেও লেখা হয়। তবে বর্তমানে মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে সহিংসতার জন্য তার নীরব থাকা নিয়ে সারাবিশ্বে সমালোচনা হচ্ছে। জাতিসংঘ একে গণহত্যা হিসেবে বর্ণনা করেছে। এরই প্রেক্ষিতে লেখিকা ইলেনা ফাভিলি ও ফ্রান্সিসকা কাভালোর প্রতি মা-বাবারা আহ্বান জানিয়েছেন যাতে সুচির নাম বাদ দেয়া হয়। গ্রন্থটি ছয় বছর ও তার বেশি বয়সীদের জন্য লেখা হয়েছে। দুই পৃষ্ঠায় প্রতিটি রোল মডেলের নারীর জীবনকে ছবিসহ লিপিবদ্ধ করা হয়েছে। এতে সুচির উদ্ধৃতি দেয়া হয়েছে, আমরা এই জগতে বাস করি। আমরা এই পৃথিবীর জন্য আমাদের সর্বোচ্চ কাজটি করে যাব। জান্তা সরকারের প্রতি ক্ষোভ জানিয়ে বলা হয়েছে, তিনি ২১ বছর ধরে গৃহবন্দী রয়েছেন। তার সেই গৃহবন্দিত্ব দশা থেকে মুক্তির কথা বলা হয়েছে।
×