ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুর ভাষণ বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পাওয়ায় নিউইয়র্কে শোভাযাত্রা

প্রকাশিত: ০৫:১৩, ২৫ ডিসেম্বর ২০১৭

বঙ্গবন্ধুর ভাষণ বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পাওয়ায় নিউইয়র্কে শোভাযাত্রা

এনআরবি নিউজ, নিউইয়র্ক থেকে ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পাওয়ায় জাতিসংঘে বাংলাদেশ মিশন ও নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট এক আনন্দ শোভাযাত্রার আয়োজন করেছে। নিউইয়র্ক সিটির এস্টোরিয়ার এথেন্স পার্কে শনিবারের এই শোভাযাত্রায় মুক্তিযোদ্ধা, বাংলাদেশ মিশন ও কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। শোভাযাত্রায় রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন ও কনসাল জেনারেল শামীম আহসানসহ বাংলাদেশ কমিউনিটির প্রতিনিধিরা রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর বাণীর বিভিন্ন অংশ পালাক্রমে পড়ে শোনান। মাসুদ বিন মোমেন বলেন, জাতির পিতার ভাষণ আজ বিশ্ব ঐতিহ্যের দলিল। ইউনেস্কোর স্বীকৃতির মাধ্যমে এ ভাষণ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। শামীম আহসান বলেন, জাতির পিতার ভাষণ ইউনেস্কোর স্বীকৃতিতে বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা গর্বিত।
×