ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাদক চোরাচালানে জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ০৫:১৩, ২৫ ডিসেম্বর ২০১৭

মাদক চোরাচালানে জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, মাদক পাচার বা চোরাচালানের সঙ্গে কোন জনপ্রতিনিধি কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের সম্পৃক্ততা পাওয়া গেলে ছাড় দেয়া হবে না। তিনি জানান, মাদক নিয়ন্ত্রণের বিষয়ে জিরো টলারেন্স নীতিতে বিশ্বাস করে সরকার। রবিবার দুপুরে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দফতরে সংসদ সদস্য ও আইন-শৃঙ্খলা বাহিনীর প্রধানদের ‘সীমান্ত সম্পর্কিত সমস্যা ও সমাধান সম্পর্কে করণীয়’ শীর্ষক মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জনপ্রতিনিধি বা কোন বাহিনীর সদস্য যেই হোক না কেন, কেউ আইনের উর্ধে নয়। কাউকে ছাড় দেয়া হবে না। মাদকের সঙ্গে কারও সম্পৃক্ততা পেলে তাকে আইনের আওতায় আনা হবে। আলোচনায় অংশ নিয়েছেন ৪ হাজার ৭০০ কিলোমিটার সীমান্ত এলাকার ৩৩ সংসদ সদস্য ও আইন-শৃঙ্খলা বাহিনীর প্রধানরা। সভায় সংসদ সদস্যরা কী প্রস্তাব দিয়েছেন সে বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, মাদক এদেশে তৈরি হয় না। ভারত ও মিয়ানমার থেকে আসে। এ মাদক আসা বন্ধের জন্য ও চোরাচালান রোধে ব্যবস্থা নেয়ার জন্য এমপিরা পরামর্শ দিয়েছেন। টেকনাফ দিয়ে ইয়াবাসহ বিভিন্ন মাদক আসে তা বন্ধ করতে পরামর্শ দিয়েছেন তারা। সীমান্তে চোরাচালান রোধে কী ব্যবস্থা নেয়া হচ্ছে জানতে চাইলে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সীমান্ত সংরক্ষিত রাখতে কোস্টগার্ডকে শক্তিশালী করা হচ্ছে। বিজিবিকে আরও ১৫ হাজার জনবল নিয়োগের অনুমোদন দেয়া হয়েছে।
×