ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন

প্রকাশিত: ০৪:৫৭, ২৫ ডিসেম্বর ২০১৭

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন

স্পোর্টস রিপোর্টার ॥ প্রত্যাশিতভাবেই সাফ অনুর্ধ-১৫ মহিলা চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশের মেয়েরা। রবিবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ভারতকে হারিয়ে বিজয়ের মাসে দারুণ কীর্তিগাথা রচনা করেছে মারিয়া মান্দা, মাহমুদা আক্তাররা। এরপর প্রশংসা ও অভিনন্দনের জোয়ারে ভেসে চলেছে কিশোরী ফুটবলাররা। অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ প্রমীলা দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আরও অনেকে। এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ দল সাফ অনুর্ধ-১৫ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ায় দলের সকল খেলোয়াড়, কোচ এবং কর্মকর্তাকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, ‘আমাদের খেলোয়াড়দের খেলা ও দলগত নৈপুণ্য দেখে সারা জাতি গর্ববোধ করছে।’ বাংলাদেশ মহিলা ফুটবল দলের এই বিজয়ের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন। বাংলাদেশ প্রমীলা দলকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার, যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। অভিনন্দন বার্তায় ক্রীড়া প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও যে কোন আন্তর্জাতিক টুর্নামেন্টে ভাল খেলা উপহার দিয়ে চ্যাম্পিয়ন হবে বাংলাদেশের মেয়েরা। বাংলাদেশের মেয়েদের গৌরবময় সাফল্যে অভিনন্দন জানিয়েছেন শেখ রাসেল ক্রীড়াচক্রের সভাপতি, বিশিষ্ট ক্রীড়া সংগঠক নুরুল আলম চৌধুরী। অভিনন্দন বার্তায় তিনি মেয়েদের সাফল্যের এই অগ্রযাত্রা আগামীতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, কোষাধক্ষ কাজী রাজিবউদ্দিন আহমেদ চপল, সম্মিলিত ক্রীড়া পরিবারসহ আরও অনেকে অভিনন্দন জানিয়েছেন।
×