ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

একাত্তরের শহীদ মুক্তিযোদ্ধাদের সাফল্য উৎসর্গ

বিজয়ের মাসে শিরোপা উপহার দিল বাংলাদেশের মেয়েরা

প্রকাশিত: ০৪:৫৬, ২৫ ডিসেম্বর ২০১৭

বিজয়ের মাসে শিরোপা উপহার দিল বাংলাদেশের মেয়েরা

রুমেল খান ॥ ভারতের বিরুদ্ধে ১-০ গোলে এগিয়ে স্বাগতিক দল। খেলা শেষ হতে আর মাত্র কয়েক মুহূর্ত বাকি। সবার মনে টেনশন- এই না আবার গোল হজম করে স্বাগতিক বাংলাদেশ। না, সেই অশুভ ক্ষণ আর আসেনি। একসময় এলো সেই মাহেন্দ্রক্ষণ। রেফারি খেলা শেষের বাঁশি বাজালেন। সঙ্গে সঙ্গেই অবতারণা হলো আবেগময় এক দৃশ্যের। সাফ অ-১৫ মহিলা চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ অ-১৫ জাতীয় মহিলা ফুটবল দলের খেলোয়াড়রা একে অপরকে জড়িয়ে ধরে ফেটে পড়লো বাঁধভাঙ্গা উচ্ছ্বাসে। একটু পরেই দেখা গেল মারিয়া মান্দা এবং নিলুফা ইয়াসমিন নীলা বোতল থেকে জল ছিটিয়ে ভিজিয়ে দিচ্ছে বাকি সতীর্থদের। কোচ গোলাম রব্বানী ছোটনকে দেখা গেল মেয়েদের অভিনন্দন জানাচ্ছেন। সহকারী কোচ মাহবুবুর রহমান লিটু একই কাজে ব্যস্ত। লিটুর কথা মনে পড়ে গেল। ফাইনালের আগেরদিন এই প্রতিবেদককে ডেকে ভবিষ্যদ্বাণী করেছিলেন, ‘দেখবেন। কাল ফাইনালে বাংলাদেশ জিতবে ৫-০ গোলে।’ লিটুর কথা ফলেনি। তবে তাতে কিছু আসে যায় না। লাল-সবুজরা চ্যাম্পিয়ন তো হয়েছে। এটাই হচ্ছে বড় ব্যাপার। অবশ্য তহুরার একক প্রচেষ্টার মিস এবং প্রথম মিনিটেই আনুচিংয়ের ‘বৈধ’ গোলটি ভুটানী রেফারি অন্যায়ভাবে বাতিল করে না দিলে বাংলাদেশ জিততে পারতো কমপক্ষে ৩-০ গোলে। পুরস্কার বিতরণের আগে বাংলাদেশের মেয়েরা জাতীয় পতাকা নিয়ে দর্শকদের উদ্দেশে মাঠের চারদিক প্রদক্ষিণ করলো। উষ্ণ করতালি দিয়ে উপস্থিত ১২ হাজার দর্শক অভিনন্দন জানিয়েছে ছোটনের শিষ্যাদের। তবে ল্যাপ অব অনারের সময় মনিকা এবং তহুরা যোগ দিতে পারেনি। তহুরার পায়ে চোট। মনিকা ব্যথা পায় মাথায়। তবে আহত হলেও শিরোপা জেতার অভিব্যক্তি ঠিকই ছিল তাদের চোখে-মুখে। ফাইনাল শেষে দুই দলের খেলোয়াড়দের পুরস্কৃত করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাজী মোঃ সালাউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ, যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় প্রমুখ। শেষের জন তার মন্ত্রণালয়ের তরফ থেকে চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের জন্য প্রায় পাঁচ লাখ টাকা অর্থ পুরস্কার ঘোষণা করেন। এছাড়া আজ সোমবার বাফুফে ভবনে বাংলাদেশ দলকে মধ্যাহ্ন ভোজ করাবে বাফুফে। এছাড়া ফাইনাল শেষে টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের পুরস্কার পায় বাংলাদেশের আঁখি খাতুন। ৪ গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পায় রানার্সআপ ভারত দলের প্রিয়াঙ্কা দেবী নাওরেম। চ্যাম্পিয়ন ট্রফির পাশাপাশি ফেয়ার প্লে ট্রফিরও পুরস্কার পায় বাংলাদেশ। এর আগে কোচ ছোটনের অধীনে এএফসি অনুর্ধ-১৪ বালিকা চ্যাম্পিয়ন (আঞ্চলিক) আসরে দু’বার (২০১৫ ও ২০১৬) চ্যাম্পিয়ন, একবার তৃতীয় হয়ে ফেয়ার প্লে ট্রফি লাভ (২০১৩) এবং এএফসি অনূর্ধ-১৬ আসরের (২০১৬) আঞ্চলিক বাছাইপর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ মহিলা ফুটবল দল। এখন দেখার বিষয়, আগামীতে ছোটনের অধীনে মেয়েরা কেমন সাফল্য কুড়ায়।
×