ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিএনপি আগামী নির্বাচনে শুধু অংশই নেবে না, ফলও মেনে নেবে ॥ নাসিম

প্রকাশিত: ০৪:৪৪, ২৫ ডিসেম্বর ২০১৭

বিএনপি আগামী নির্বাচনে শুধু অংশই নেবে না, ফলও মেনে নেবে ॥ নাসিম

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগ সভাপতিম-লীর সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে বিএনপি শুধু অংশগ্রহণই করবে না, নির্বাচনের ফলও তারা মেনে নেবে, মেনে নিতে বাধ্য হবে। রবিবার রাজধানীর গুলশানে স্পেকট্রা কনভেনশন সেন্টারে আয়োজিত চাইল্ড পার্লামেন্টের অধিবেশনে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, আগামী জাতীয় নির্বাচন সংবিধান অনুযায়ীই হবে। এর বাইরে যাওয়ার কোন সম্ভাবনা ও যোগ নেই। সেই নির্বাচন ঠেকানোর ক্ষমতা কারও নেই। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন বিএনপি ঠেকাতে চেয়েছিল, কিন্তু তারা ব্যর্থ হয়েছিল। স্বাস্থ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগ কোন ষড়যন্ত্র করে না। বিএনপি সব সময় ষড়যন্ত্র করে। তাই তাদের মাথায় ষড়যন্ত্র ঘুরে বেড়ায়। চাইল্ড পার্লামেন্টে প্রতিনিধিদের প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হেলথ কমিউনিটি ক্লিনিকে প্রসূতি মায়েদের পাশাপাশি শিশু-কিশোরদেরও চিকিৎসা দেওয়া হবে। এজন্য এসব ক্লিনিকে আগামীতে ১০ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। প্রতি সপ্তাহে অন্তত একদিন হেলথ কমিউনিটি ক্লিনিকে বিশেষজ্ঞ চিকিৎসকরা শিশুদের স্বাস্থ্য সেবা দেবেন, আমরা সে ব্যবস্থা করব। তবে এর জন্য সময় লাগবে। রংপুর সিটি কর্পোরেশন (রসিক) নির্বাচন প্রসঙ্গে মোহাম্মদ নাসিম বলেন, রসিক নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ হয়েছে। সাংবাদিকরাও তা দেখেছেন। এ নিয়ে বিএনপির অভিযোগ ভিত্তিহীন। রংপুরে আওয়ামী লীগের প্রার্থী কেন পরাজিত হয়েছেন- সে বিষয়টি খতিয়ে দেখা হবে। সম্প্রতি বিএনপি চেয়ারপারর্সন খালেদা জিয়ার এক বক্তব্যের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগের যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে, বর্তমানে তা আরও বেড়েছে। যা আগামী নির্বাচনেই প্রমাণ হবে। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যার প্রতি জনগণের আস্থা আছে। বরং গত জাতীয় নির্বাচন বর্জন করে বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। চাইল্ড পার্লামেন্টে ‘কিশোরীর পুষ্টি এবং স্বাস্থ্য ও শিক্ষা সেবা জবাবদিহিতা’ বিষয়ে আলোচনা হয়। এটি পরিচালনা করেন পার্লামেন্টের স্পীকার মেহতাহুন নাহার। পার্লামেন্টের ১৬তম অধিবেশনে দেশের প্রতিটি জেলা থেকে একজন করে প্রতিনিধি অংশ নেন।
×