ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নির্দলীয় সরকার ছাড়া নিরপেক্ষ নির্বাচন হবে না ॥ খালেদা জিয়া

প্রকাশিত: ০৮:২৩, ২৪ ডিসেম্বর ২০১৭

নির্দলীয় সরকার ছাড়া নিরপেক্ষ নির্বাচন হবে না ॥ খালেদা জিয়া

স্টাফ রিপোর্টার॥ নির্দলীয় সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচনের দাবি পুনর্ব্যক্ত করে খালেদা জিয়া বলেছেন, তাছাড়া বাংলাদেশে কখনই নিরপেক্ষ নির্বাচন হবে না। গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে শনিবার রাতে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। বড়দিন সামনে রেখে খ্রীস্টান সম্প্রদায়ের একটি প্রতিনিধি দলের উপস্থিতিতে রাতে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান হয়। পরে সবাইকে নিয়ে কেক কাটেন খালেদা জিয়া। বড়দিনের প্রাক্কালে খ্রীস্টান ধর্মাবলম্বীদের সুখী ও সমৃদ্ধ জীবন কামনা করেন বিএনপি প্রধান। খালেদা জিয়া বলেন, ‘আমরা দেশে গণতন্ত্র চাই, বহুদলীয় গণতন্ত্র চাই। সকলের অংশগ্রহণে যাতে দেশে একটা অবাধ, সুষ্ঠু নির্বাচন হয় সেটি আমরা চাই। সেই নির্বাচন হতে হবে কার অধীনে? তা না হলে কিন্তু কখনই নিরপেক্ষ নির্বাচন হবে না। এ প্রসঙ্গে ২০১৪ সালে ৫ জানুয়ারির দশম সংসদ নির্বাচনের কথা তুলে ধরে তিনি বলেন, ওই নির্বাচনে ক’জন লোক গিয়েছিল ভোট দিতে? যদি সত্যিকার নির্বাচনই হয় তাহলে কী করে ১৫৪ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলো? এখন তারা চায় আবারও সেই রকমভাবে। বিএনপিকে দুর্বল করতে সরকার দমননীতির আশ্রয় নিয়েছে অভিযোগ করে বিএনপি নেত্রী বলেন, মাদক ব্যবসা এটা সরকারী দলের লোকরা করছে। এর মাধ্যমে দেশের মানুষকে বিশেষ করে যুব সমাজকে ধ্বংস করার কাজ করছে তারা। ধরাও পড়ছে, কিন্তু তাদের বিচার হচ্ছে না। দেশ ‘অনাচারে’ ভরে গেছে মন্তব্য করে তিনি বলেন, আমরা মনে করি, বাংলাদেশ অন্ধকার একটা সময় অতিক্রম করছে। এ থেকে মুক্তি পেতে হলে অবশ্যই আমাদের সকল ধর্মের মানুষকে, সকল সম্প্রদায়ের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশের জন্য এক হতে হবে। বাংলাদেশ খ্রীস্টান এ্যাসোসিয়েশনের সভাপতি এ্যালবার্ট পি কস্তার সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ ধর্মবিষয়ক সম্পাদক এ্যাডভোকেট জন গোমেজ, খ্রীস্টান এ্যাসোসিয়েশনের মহাসচিব সুব্রত উইলিয়াম রোজারিও প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান ইকবাল হাসান মাহমুদ টুকু, খ্রীস্টান এ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ সহ-সভাপতি অধ্যাপক মার্সেল এম চিরান, কেন্দ্রীয় নেতা সঞ্চয় হাওলাদার, অনীল লিও কস্তা উপস্থিত ছিলেন।
×